গাধাকে কেউ বিয়ে করে?

স্বামী: আমার মতো গাধা এ ভুবনে আর নেই।

স্ত্রী: কেন?

স্বামী: না হলে তোমাকে কেউ বিয়ে করে?

স্ত্রী: তখন আমি তোমার প্রেমে এতই মগ্ন ছিলাম যে, খেয়ালই করিনি তুমি একটা গাধা।

****

ভ্রমণে যাওয়ার টাকা জোগাড়

স্ত্রী: এই কক্সবাজার ভ্রমণে যাওয়ার টাকা কি জোগাড় হয়েছে?

স্বামী: হ্যাঁ, হয়েছে তো।

স্ত্রী: তাহলে আমরা কবে রওনা হচ্ছি?

স্বামী: কক্সবাজার থাকার আর বাড়ি ফেরার টাকার জোগাড় হলেই!

***
আরেকটা বিয়ে করতে চাও

স্বামী: আমাদের কাছে যদি একটা প্রদীপ থাকত আর সেখান থেকে একটা সুন্দরী নারী বের হতো। আর সে যদি আমাদের বাসার কাজগুলো করে দিতো,

ছেলেকে স্কুলে নিয়ে যেতো। তাহলে কেমন হতো?

স্ত্রী: এককথায় বলতে পারো না যে, তুমি আরেকটা বিয়ে করতে চাও।

****

স্ত্রীকে দেখে ভয় পান স্বামী

স্ত্রী: তুমি একটু আমার দিকে ঘুরে শোও না, প্লিজ!

স্বামী: কেন?

স্ত্রী: আমার ভয় ভয় করছে। তুমি সামনে থাকলে শান্তিতে একটু ঘুমাতাম।

স্বামী: তুমি শুধু তোমার কথাটাই ভাবলে? সেটা করলে যে আমার সারারাত ভয়ে কাটবে, তা দেখবে কে?