যে টাকার কথা স্ত্রী জানে না

১ম বন্ধু: পৃথিবীতে সব কিছুই আপেক্ষিক।

২য় বন্ধু: যেমন...

১ম বন্ধু: যে ৫০০ টাকার কথা আমার স্ত্রী জানে না, সেটার মূল্য আমার কাছে সেই ২ হাজার টাকার চেয়ে বেশি। যার কথা আমার স্ত্রী জানে।

****

ওঝা নিজেই যখন অসুস্থ

রোগী: সকাল থেকে বসে আছি। ব্লাড ক্যান্সার নিয়ে এতক্ষণ বসা যায়? ওঝা বাবারে কও না দুইটা ঝাড়ফুঁক দিয়া আমারে ভালো কইরা দিতে। ট্যাকা-পয়সা কম দিমু না।

সহকারী: বললাম তো আজকে সম্ভব না।

রোগী: কেন?

সহকারী: ওনার পেটের পীড়া হইছে। দৌড়ের ওপর আছেন। একটু পরে ডাক্তারের কাছে যাইতে হইব। যান, দুই দিন পরে আসেন।

***
বাঁচার সম্ভাবনা কত পার্সেন্ট?

রোগী: ডাক্তার, এই রোগে আমার বাঁচার সম্ভাবনা কত পার্সেন্ট?

চিকিৎসক: শতভাগ।

রোগী: কীভাবে?

চিকিৎসক: সাধারণত এ রোগে প্রতি দশজনে একজন বাঁচে।

রোগী: তাহলে আমার বাঁচার ভরসা কোথায়?

চিকিৎসক: আপনি আমার দশম রোগী। এর আগের নয়জনই মারা গেছেন।

****

ঘর থেকে বের না হওয়ার কারণ

এক ভিতু লোক ঘর থেকে বের হতেও ভয় পেতেন। বলতেন, ‘ঘর থেকে বের হলে কোনো খারাপ লোকের সঙ্গে দেখা হয় যদি! সে যদি আমাকে মারধর করে! না, কোথাও যাব না।’

তিনি আরও বলতেন, ‘ঘর থেকে বের হলে কোনো মেয়ের সঙ্গে যদি দেখা হয়ে যায়! যদি তাকে আমার মনে ধরে! আমাকেও যদি পছন্দ করে ফেলে! আমি তো তাকে ভালোবেসে ফেলব, সেও আমাকে। আমি তাকে বিয়ের প্রস্তাব দেব, সে সম্মতি জানাবে। না, কোথাও যাব না।’

এরপর অনেক দিন ধরে ভাবতে ভাবতে একটি চিন্তা এলো মাথায়। তিনি এবার বললেন, ‘আমি ঘর থেকে বের না হলে হঠাৎ যদি ছাদ ভেঙে পড়ে আমার মাথার ওপরে।’