আজকের জোকস : ২৪ অক্টোবর, ২০২১
আলমারি কেউ ধার দেয় না
সগীর: তোমার এত বইয়ের কালেকশন? আর তুমি কি-না এমন করে বইগুলো চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রেখেছ? এই ভালো ভালো বইগুলো আলমারিতে রাখা উচিত।
সমীর: উচিত জানি!
সগীর: তাহলে রাখছো না কেন?
সমীর: বই ধার পাওয়া যায়, কিন্তু আলমারি তো কেউ ধার দেয় না ভাই।
বিজ্ঞাপন
****
এক গাড়ির ড্রাইভার কত জন?
এক লোক নতুন গাড়ি কিনেছেন। ড্রাইভার বলল—
ড্রাইভার: স্যার, একটা স্ক্রু ড্রাইভার লাগবে।
ভদ্রলোক: ইস, ড্রাইভার তো একজন রেখেছিই আবার স্ক্রু টাইট দেওয়ার জন্য আরেক জন ড্রাইভার লাগবে?
****
সবচেয়ে বেশি মৃতদেহ উদ্ধার!
একবার ভিয়েনায় একটি বিমান দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃতদেহ উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ১৫৭০টি মৃতদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনা কবলিত দুই সিটের ওই বিমানটি ভিয়েনার একটি গোরস্থানের ওপর বিধ্বস্ত হয়েছিল।
****
সব পুরুষ আমার দিকে তাকায়
পথিক: আপনি আপনার এত সুন্দর কুকুরটার নাম ‘ছাগল’ দিলেন কেন?
লোক: আমার খুব ভালো লাগে, যখন রাস্তায় ‘ছাগল’ বলে ডাক দেই; তখন একসঙ্গে সব পুরুষ আমার দিকে তাকায়।