আজকের জোকস : ১৩ অক্টোবর, ২০২১
সেলুনে যাওয়ার উপযুক্ত সময়
বাড়ির পাশের সেলুনে গিয়েছেন কল্লোল সাহেব। নরসুন্দরকে বললেন-
বিজ্ঞাপন
কল্লোল: আমার ছেলেটার দুই বছর বয়স। ওর চুল কাটাব। কখন নিয়ে এলে ভালো হবে, বলুন তো?
নরসুন্দর: যখন ওর বয়স চার বছর হবে।
****
গালে কোথাও ফুটো হলো কি-না!
দাড়ি কামানো শেষে অনন্ত জলিল বললেন-
জলিল: আমাকে এক গ্লাস পানি দিন তো।
নরসুন্দর: খুব পিপাসা পেয়েছে বুঝি?
জলিল: না। মুখে পানি নিয়ে দেখব, গালে কোথাও ফুটো হয়ে গেল কি-না!
***
ছুটিতে ঘুরতে গেলে যে বই পড়বেন
রকিব: দোস্ত, আমি তো ছুটি কাটাতে কক্সবাজার যাচ্ছি। আমাকে একটা ভালো বই দিতে পারবি? জমজমাট উত্তেজনাপূর্ণ, রহস্যময় কোনো বই, যেন বইটা পড়ে আমার ছুটিটা ভালো কাটে।
বল্টু: এই বইটা নিয়ে যা। খুবই রোমাঞ্চকর আর রহস্যময়। মজাটা হলো, নায়কের বাবাকে কে খুন করল, সেটা তুই আগে কিছুতেই বুঝতে পারবি না। একেবারে শেষ পৃষ্ঠায় গিয়ে জানবি, খুনটা আসলে বাগানের মালি করেছে!
****
কাপড়ের দোকান খুলে জেলে
তপু: তোর ছোট ভাইটা এখন কী করছে?
রাজিব: কিছুদিন আগে একটা কাপড়ের দোকান খুলেছিল, এখন জেলে আছে।
তপু: কেন?
রাজিব: কারণ ও দোকানটা খুলেছিল হাতুড়ি দিয়ে, দরজা ভেঙে!