পাইলটের যেন গরম না লাগে

দুই বন্ধু গল্প করছে-

প্রথম বন্ধু : বল তো, হেলিকপ্টারের মাথার ওপর একটা বিশাল পাখা থাকে কেন?

দ্বিতীয় বন্ধু : কেন?

প্রথম বন্ধু : হেলিকপ্টার চালানোর সময় পাইলটের যেন গরম না লাগে, সে জন্য।

দ্বিতীয় বন্ধু : যাহ।

প্রথম বন্ধু : হুমম! বিশ্বাস না হলে তুই হেলিকপ্টার চালানোর সময় পাখাটা বন্ধ করে দিয়ে দেখিস, বেচারা কেমন ঘামতে থাকে!

****

যখন ফোনে কথা বলি

বল্টু : আমার একটা সমস্যা হচ্ছে।

ডাক্তার : কি?

বল্টু : যখন যার সাথে কথা বলি তাকে দেখতে পাই না।

ডাক্তার : কখন এরকম হয়?

বল্টু : যখন ফোনে কথা বলি।

***

আমাদের শেভিং রেজার

রফিক ও তার স্ত্রীর মধ্যে খুব ঝগড়া হচ্ছে। এমন সময় রফিকের স্ত্রী রেগে-মেগে রফিককে বলছে-

স্ত্রী : তুমি শুধু আমার বাড়ি, আমার টিভি, আমার ফ্রিজ, আমার সন্তান বল কেন? তুমি বলতে পারো না যে, আমাদের বাড়ি, আমাদের টিভি, আমাদের ফ্রিজ, আমাদের সন্তান।

ঠিক তখনই রফিক কী যেন খুঁজছিল। তাই দেখে স্ত্রী জিজ্ঞাসা করলো-

স্ত্রী : কী খুঁজছো?

রফিক : ইয়ে মানে আমাদের শেভিং রেজারটা।

****

যৌতুকবিরোধী আন্দোলন

গ্রামের এক সভায় মোড়ল-

মোড়ল : আগামী মাস থেকে আমরা যৌতুকবিরোধী আন্দোলনে নামব।

জনৈক : এ মাসে নয় কেন?

মোড়ল : কারণ এ মাসে আমার ছেলের বিয়ে, আর আগামী মাসে আমার মেয়ের বিয়ে।