আজকের জোকস : ১০ অক্টোবর, ২০২১
শরীরের ওজন বাড়াতে উল্টো দৌড়
মারিয়ার চারদিকে শুধু হতাশা। হতাশা নিয়ে এক বিকেলে পার্কে হাঁটছেন। হঠাৎ দেখেন এক পরিচিত লোক উল্টো হয়ে দৌড়াচ্ছেন। তাকে থামিয়ে জানতে চাইলেন-
বিজ্ঞাপন
মারিয়া: আঙ্কেল, ঘটনা কী?
লোক: ডাক্তার ওজন কমানোর জন্য দৌড়ানোর পরামর্শ দিয়েছিলেন। তো দৌড়াতে দৌড়াতে একদিন মাপতে গিয়ে দেখি ওজন বেশি কমে গেছে। তাই এখন আবার বাড়ানোর জন্য উল্টো হয়ে দৌড়াচ্ছি।
****
বৃষ্টি থেমে গেলে বোঝার উপায়
সেন্টুর ছাতায় একটা বড় ফুটো দেখে সবাই জিজ্ঞাসা করল-
সবাই: কিরে সেন্টু, ছাতায় ফুটো কেন?
সেন্টু: আরে বোকার দল, বৃষ্টি থেমে গেলে বুঝবো কীভাবে?
****
নিশ্বাস নিতে ভুলে যাওয়ায় মৃত্যু
বাড়ির মালিক হঠাৎ মারা গেলেন। চাকর হাউমাউ করে কাঁদছে। প্রতিবেশীরা এসে জিজ্ঞেস করলেন-
প্রতিবেশী: কী হয়েছিল তোমার মালিকের?
চাকর: ভারি ভুলোমনা মানুষ ছিলেন তিনি। বোধ হয় গত রাতে নিশ্বাস নিতে ভুলে গেছিলেন।
****
বাচ্চা লালন-পালনের অভিজ্ঞতা
গৃহকর্ত্রী নতুন আয়াকে প্রশ্ন করলেন-
গৃহকর্ত্রী: তুমি যে বাচ্চা লালন-পালন করবে, তোমার কি শিশুদের ব্যাপারে কোনো অভিজ্ঞতা আছে?
আয়া: আছে না মানে! আমি নিজেই তো একদিন শিশু ছিলাম।