সাপ কি খুবই বিষাক্ত?
বাচ্চা সাপ: আচ্ছা মা, আমরা কি খুবই বিষাক্ত?
মা সাপ: কেন? কী হয়েছে?
বাচ্চা সাপ: এইমাত্র আমি ভুল করে জিহ্বায় কামড় দিয়েছি।

****

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
রাস্তায় দাঁড়িয়ে খুব আয়েশ করে এক লোক সিগারেট ফুঁকছেন। তাই দেখে আরেক লোক জিজ্ঞাসা করলেন–
লোক: দিনে কয় প্যাকেট সিগারেট খান আপনি?
ধূমপায়ী: পাঁচ প্যাকেট।
লোক: তার মানে তিনশ টাকার! কত বছর ধরে খাচ্ছেন?
ধূমপায়ী: বিশ বছর।
লোক: বলেন কি! জানেন, সিগারেট না খেলে আপনি আপনার পেছনের ওই তিনতলা বাড়িটার মত একটি বাড়ি বানাতে পারতেন?
ধূমপায়ী: ওই বাড়িটা আমারই। তার চেয়ে বলুন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা বর্জন করাই ভালো।

সবচেয়ে বেশি মৃতদেহ উদ্ধার!
একবার ভিয়েনায় একটি বিমান দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃতদেহ উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ১৫৭০টি মৃতদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনা কবলিত দুই সিটের ওই বিমানটি ভিয়েনার একটি গোরস্থানের ওপর বিধ্বস্ত হয়েছিল।

****

সব পুরুষ আমার দিকে তাকায়
পথিক: আপনি আপনার এত সুন্দর কুকুরটার নাম ‘ছাগল’ দিলেন কেন?
লোক: আমার খুব ভালো লাগে, যখন রাস্তায় ‘ছাগল’ বলে ডাক দেই; তখন একসঙ্গে সব পুরুষ আমার দিকে তাকায়।