পুরোনো ট্রেনের পুরোনো টিকিট

সমীর ট্রেনে উঠেছে। একটু পর টিকিট চেকার এসে তার কাছে টিকিট দেখতে চাইল। সমীর পকেট থেকে একটি টিকিট বের করে চেকারকে দিয়ে দিলো।

টিকিট চেকার অবাক হয়ে বলল, ‘আরে এটা তো পুরোনো টিকিট, নতুন টিকিট কই!’ সমীর রেগে বলল, ‘কেন, আপনার ট্রেন বুঝি এইমাত্র শো-রুম থেকে নিয়ে এলেন যে নতুন টিকিট দেখাতে হবে?’

****

দেশলাই কাঠি জ্বলে না

দবির তার ছেলের সঙ্গে কথা বলছে—

দবির: গাধা কোথাকার। কেমন দেশলাই নিয়ে এলি, যার একটি কাঠিও জ্বলে না।
ছেলে: রেগে যাচ্ছ কেন? আমি তো সব কাঠি জ্বালিয়ে পরীক্ষা করেই নিয়ে এসেছি। তা না হলে তো আবার তুমিই রাগারাগি করতে।

*****

অর্ধেক কাজ কমাবে কম্পিউটার

জিতু গেছেন কম্পিউটার কিনতে—

জিতু: আপনার দোকানের কম্পিউটারগুলো ভালো হবে তো?

বিক্রেতা: স্যার, খুবই ভালো। নতুন মডেলের এই কম্পিউটার আপনার অর্ধেক কাজই কমিয়ে দেবে।

জিতু: বলেন কী! এই একটি কম্পিউটারই অর্ধেক কাজ করে ফেলবে!

বিক্রেতা: হ্যাঁ, স্যার।

জিতু: তাহলে বাকি অর্ধেক বাদ থাকবে কেন? দুটো কম্পিউটারই প্যাকেট করে দিয়ে দেন।

****

পৃথিবীর সবচেয়ে প্রাচীন পশু

শ্রেণিকক্ষে সজল ও শিক্ষকের মধ্যে কথা হচ্ছে—

শিক্ষক: আচ্ছা, বলো তো, পৃথিবীতে সবচেয়ে প্রাচীন পশুর নাম কী?

সজল: স্যার, জেব্রা।

শিক্ষক: বলো কী! তা জেব্রাকে কেন তোমার প্রাচীন পশু মনে হলো?

সজল: স্যার, প্রাচীনকালে সব কিছুই তো সাদা-কালো ছিল। যেমন- টিভি, মোবাইল ফোন। এখন সেই সাদা-কালোর বদলে হয়েছে রঙিন। কিন্তু জেব্রা তো এখনো সেই সাদা-কালোই রয়ে গেছে। তাহলে তো জেব্রা প্রাচীনকালেরই পশু হওয়ার কথা, স্যার!