চট্টগ্রাম কখন ট্রেনের কাছে পৌঁছবে?

বাবার সঙ্গে চট্টগ্রাম যাবে বলে ট্রেনে উঠেছে ছোট্ট ছেলেটি। এটিই তার জীবনের প্রথম ট্রেন ভ্রমণ। জানালা দিয়ে বাইরে তাকিয়ে ছিল সে। একটি বাড়ি পেছনের দিকে চলে গেল, চলে গেল একটা গাছ, একটা ল্যাম্পপোস্ট। অবাক হয়ে দেখছিল ছেলেটি। বাবাকে সে চোখ বড় বড় করে প্রশ্ন করল, ‘বাবা, চট্টগ্রাম কখন ট্রেনের কাছে এসে পৌঁছবে?’

****

ত্রিভুজের জ্বালায় পিরামিড দেখা যায় না!

ছুটি কাটাতে মিশর গেছেন হারিস চৌধুরী। সেখানে পিরামিড দেখে ফেরার পর তার এক বন্ধু জিজ্ঞেস করল-

বন্ধু: কিরে, কেমন দেখলি পিরামিড?

হারিস: দূর! বড় বড় ত্রিভুজের জ্বালায় তো কিছু দেখাই যায় না!

***

তিন মাসের বাচ্চার কথা রেকর্ড!

রতন ও তন্বীর বাচ্চার বয়স তিন মাস। একদিন তন্বী বাচ্চার সঙ্গে কথা বলছে-

রতন: কী করছ তুমি?

তন্বী: আমাদের বাচ্চার কথা রেকর্ড করছি।

রতন: কেন?

তন্বী: ও বড় হলে জিজ্ঞেস করব, ও আসলে কী বোঝাতে চাইছিল!

****

বাঘ চুরি করতে আসবে কে?

রাফিন চিড়িয়াখানায় চাকরি করেন। একদিন তার প্রধান জানতে চাইলেন-

চিড়িয়াখানার প্রধান: রাফিন, তুমি বাঘের খাঁচার দরজায় তালা দাওনি?

রাফিন: কী যে বলেন স্যার, কোন গর্দভ একটা বাঘ চুরি করতে আসবে!