আজকের জোকস : ৩ অক্টোবর, ২০২১
সিদ্ধান্তকে সম্মান করি
স্ত্রী : আমি তোমার সঙ্গে কথা বলব না।
বিজ্ঞাপন
স্বামী : ঠিক আছে।
স্ত্রী : তুমি কারণটা জানতে চাইলে না তো?
স্বামী : না, আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি।
****
অটোর চাকা খুলছ কেন
কিসলু একদিন নিজের অটোরিকশায় করে প্রেমিকা মলিকে নিয়ে শপিং মলে ঘুরতে গেছে। পার্কিংয়ে গাড়ি দাঁড় করিয়ে কিসলু অটোর একটা চাকা খুলতে শুরু করল-
মলি : অটোর চাকা খুলছ কেন?
কিসলু : দেখতে পাচ্ছ না এখানে লেখা আছে ২ চাকার জন্য পার্কিং?
****
মদ ও প্রেমের পার্থক্য
আলাল : আচ্ছা বল তো মদ আর প্রেমের মধ্যে কী সম্পর্ক?
দুলাল : মদ বেশি খেলে ছেলেরা বমি করে, আর প্রেম বেশি করলে মেয়েরা বমি করে!