সত্য-মিথ্যার মধ্যে পার্থক্য কী?

একটি চাকরির মৌখিক পরীক্ষায় প্রার্থীকে প্রশ্ন করা হলো-

প্রশ্নকর্তা: বলুন তো, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য কী?

প্রার্থী: সত্য বলে ফেললেই হয়। কিন্তু মিথ্যা বলার পর মনে রাখতে হয়!

****

মেধাশূন্য হয়ে পড়ছে পৃথিবী

কবি: জানেন গল্পকার, পৃথিবী দিন দিন মেধাশূন্য হয়ে পড়ছে।

গল্পকার: কিভাবে?

কবি: এই ধরেন অ্যারিস্টটল মারা গেলেন, নিউটন গত হয়েছেন, আইনস্টাইন মরে ভূত হয়ে গেলেন, স্টিফেন হকিংও মারা গেলেন, আমার শরীরটাও বেশি ভালো ঠেকছি না কয়েকদিন ধরে...

***

প্রেসক্রিপশনের ওষুধ কোথাও নেই

রোগী: ডাক্তার, প্রেসক্রিপশনের একদম উপরে যে ওষুধটা লিখেছেন, সেটা কোথাও পাওয়া যাচ্ছে না।

ডাক্তার: আরে, ওটা ওষুধ নয়। কলমে কালি আসছিল না বলে চালিয়ে দেখছিলাম।

রোগী: আর কোথাও চেক করতে পারলেন না, প্রেসক্রিপশনেই চেক করতে হলো? এর জন্য আমাকে ৫০টা ওষুধের দোকানে ঘুরে বেড়াতে হলো!

একজন তো বলল, কালকে আনিয়ে দেবে।

আর একজন বলল, এই কোম্পানি বন্ধ হয়ে গেছে, অন্য কোম্পানির দেব?

আর একজন বলল, এই ওষুধের এখন খুব ডিমান্ড। ব্ল্যাকেই পাওয়া যাবে।

আর একজন বলল, এটা তো ক্যান্সারের ওষুধ, কার হয়েছে?