আজকের জোকস : ২৫ সেপ্টেম্বর, ২০২১
দোকানে কুকুরকে খাওয়ানোর কেক!
বল্টু বেকারির দোকানে নতুন চাকরি পেয়েছে। অথচ চাকরির দুই দিনের মাথায় দোকান মালিক তাকে ছাঁটাই করে দিলো। কী তার অপরাধ?
বিজ্ঞাপন
পরে জানা গেল, দোকানে এক ভদ্রলোক এসেছিলেন। তিনি বলেছিলেন-
ক্রেতা: খোকা, তোমাদের এখানে কি কুকুরকে খাওয়ানোর কেক পাওয়া যায়?
বল্টু: অবশ্যই স্যার! এখানে খাবেন, না-কি বাড়ি গিয়ে খাবেন?
****
গুলি করতেই খসে পড়ল তারা
এক শৌখিন জ্যোতির্বিদ গেছেন গ্রামে। সঙ্গে বিশাল দূরবিন। রাতে ধানক্ষেতের ধারে তেপায়ার ওপর টেলিস্কোপ বসিয়ে আকাশ পর্যবেক্ষণ করছিলেন তিনি। তাকে ঘিরে দাঁড়িয়েছিল কৌতূহলী গ্রামবাসী।
জ্যোতির্বিদ টেলিস্কোপে চোখ রাখতেই হঠাৎ একটা উল্কাপতন হলো। অমনই গ্রামবাসীর করতালি। একজন বলল, ‘নিশানাটা দেখছোস? কেমন গুল্লিটা করল আর তারা খইসা পড়ল!’
****
কথা বলার সময় মানুষ দেখা যায় না
বল্টু: আমার একটা সমস্যা হচ্ছে।
ডাক্তার: কী সমস্যা?
বল্টু: যখন যার সাথে কথা বলি, তাকে দেখতে পাই না।
ডাক্তার: কখন এরকম হয়?
বল্টু: যখন ফোনে কথা বলি।