বৃদ্ধকে সাহায্য করবো

ছেলে : মা ১০টা টাকা দাও।

মা : কেন?

ছেলে : একটা অসহায় বৃদ্ধকে সাহায্য করবো।

মা : খুব ভালো কথা। এই নে ১০ টাকা। তা বৃদ্ধ লোকটি কোথায়?

ছেলে : বৃদ্ধ লোকটাইতো রাস্তার ধারে বসে আইসক্রিম বিক্রি করছে।

****

চাওয়া-পাওয়ার অনুভূতি

দুই বন্ধুর কথোপকথন-

১ম বন্ধু : নারীদের চাওয়া-পাওয়ার অনুভূতি বোঝার উপায় কী?

২য় বন্ধু : কোনো নারী যখন গলার স্বর নামিয়ে কথা বলে, তখন বুঝতে হবে তিনি কিছু চাইছেন। আর যখন গলা চড়া করে কথা বলে, তখন বুঝতে হবে তিনি যা চেয়েছিলেন তা পাননি।

***

পালক ছেঁটে দেবে

এক মোরগ আর এক হাঁসকে অপরাধ করার জন্য জেলখানায় ঢোকানো হয়েছে। তাদের মন খুব খারাপ। হাঁসটি মোরগকে জিজ্ঞেস করল-

হাঁস : আচ্ছা ভাই, এরা কি আমাদের পালক ছেঁটে দেবে?

মোরগ : আমি তো ঠিক বলতে পারব না; তুমি বরং ঐ কোণায় বসে থাকা ইঁদুরটাকে জিজ্ঞেস কর।

হাঁস তখন ইঁদুরকে জিজ্ঞেস করল-

হাঁস : আচ্ছা ইঁদুর ভাই, এরা কি আমাদের পালক ছেঁটে দেবে?

ইঁদুর : আমি ইঁদুর নই, আমি সজারু!