স্ত্রীকে স্বামীর ধন্যবাদ

স্ত্রী: বাপের বাড়ি থেকে সাত দিন পর ফিরলাম। তোমার কি আমাকে কিছুই বলার নেই? গত ক’দিনে আমাকে বলার মতো কোনো কথাই জমা নেই?

স্বামী: অবশ্যই আছে। অনেক জমে আছে।

স্ত্রী: তাহলে বলো।

স্বামী: একদিন শান্তিতে রাখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।

****

ভুলে যাওয়ার অভ্যাস

বৃদ্ধ দম্পতি গল্প করছেন। হঠাৎ বৃদ্ধ বৃদ্ধাকে বললেন-

বৃদ্ধ: আজ একটা আইসক্রিম নিয়ে আসো তো। আর কাগজে লিখে নিয়ে যাও। তোমার তো এখন ভুলে যাওয়ার অভ্যাস।

বৃদ্ধা: তোমার মত এত তাড়াতাড়ি আমি ভুলি না।

এ কথা বলে বৃদ্ধা চলে গেলেন। দীর্ঘ দুই ঘণ্টা পর তিনি পাউরুটি হাতে নিয়ে ফিরলেন। তা দেখে বৃদ্ধ রেগে বললেন-

বৃদ্ধ: বারবার বললাম লিখে নিয়ে যাও। চাইলাম নুডলস আর আনছো পাউরুটি।

***

শরীরে মদের গন্ধ কেন?

স্বামী দেরি করে বাসায় ফিরলে স্ত্রী জানতে চাইলো-

স্ত্রী: কোথায় ছিলে এতক্ষণ?

স্বামী: বন্ধুর বাসায়।

স্ত্রী: কী করছিলে?

স্বামী: দাবা খেলছিলাম।

স্ত্রী: তাহলে তোমার শরীরে মদের গন্ধ কেন?

স্বামী: তবে কিসের গন্ধ থাকবে, দাবার?