ব্যাপক ঘুম পায়

বাবু ও আসিফ দুই বন্ধু। তাদের মধ্যে কথা হচ্ছে-

বাবু : জানিস, আমাদের যিনি সমাজবিজ্ঞান পড়ান, তিনি শুধু একজন ভালো শিক্ষকই নন, একজন ভালো ডাক্তারও।

আসিফ : তাই নাকি?

বাবু : হ্যাঁ। তবে সমস্যা হলো, তিনি ক্লাসে কেবল একটি মাত্র রোগেরই ওষুধ দিতে জানেন।

আসিফ : কী রোগ?

বাবু : অনিদ্রা! তাঁর ক্লাসে গেলেই সবার ব্যাপক ঘুম পায়।

****
আমি হোস্টেলে থাকি

শিক্ষক : ইমন, তুমি হোমওয়ার্ক করোনি কেন?

ইমন : স্যার, আমি তো হোস্টেলে থাকি।

শিক্ষক : তাতে কি হয়েছে?

ইমন : আপনি হোমওয়ার্ক করতে বলেছেন, হোস্টেলওয়ার্ক তো করতে বলেননি।

****
ওকে সংক্ষেপে ডাকি

১ম জন : এই টমি, টমি।

২য় জন : দাদা আপনি কি কুকুরকে ডাকছেন?

১ম জন : না না, আমার বন্ধুকে ডাকছি।

২য় জন : এমন অদ্ভুত নাম- টমি!

১ম জন : ওর আসল নাম টগর মিত্র। আমরা ওকে সংক্ষেপে টমি বলে ডাকি।

২য় জন : ওহ, বড় বাঁচা বেঁচে গেছি।

১ম জন : কেন বাঁচার কি আছে?

২য় জন : কারণ আপনাদের মত বন্ধু আমার নাই। আমার নাম শান্তনু লাহা!