মানুষের রক্তের গ্রুপ

এক ক্লিনিকে রক্ত পরীক্ষার পর রোগি চিকিৎসককে জিজ্ঞাসা করল-

রোগি : মানুষের রক্তের গ্রুপ বিভিন্ন ধরনের হয় কেন?

চিকিৎসক : মশারা যাতে বিভিন্ন ফ্লেভারের স্বাদ গ্রহণ করতে পারে।

****

যখন অঙ্ক ভুল হয়

শিক্ষক : কখন দুই যোগ দুই দশ হয়?

ছাত্র : যখন অঙ্ক ভুল হয়।

****

আমার বউ বাথরুমে

স্ত্রী নতুন সিম কিনে তার স্বামীকে চমকে দেয়ার সিদ্ধান্ত নিল। স্বামী তখন বেডরুমে বসে ছিল। তাই স্ত্রী বাথরুমে গিয়ে স্বামীকে নতুন নম্বর থেকে কল দিল-

স্ত্রী : হ্যালো জান!

স্বামী : (খুব নিচু স্বরে) ডার্লিং, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। আমার বউ বাথরুমে, যেকোনো সময় এসে পড়বে।

****

ফাইভ মারা গেছে

শিক্ষক বশিরকে ইংরেজিতে 1-10 পর্যন্ত বলতে বলল-

বশির : 1, 2, 3, 4, 6, 7, 8, 9, 10.

শিক্ষক : 5 কোথায়?

বশির : স্যার, 5 মারা গেছে।

শিক্ষক : কীভাবে?

বশির : স্যার, কালকে ইংরেজি খবরে শুনলাম ‘5 died in a car accident’.