এখন টেবলেট খাইবাম

এক বুড়ি ময়মনসিংহের বাসে উঠেছে! বাসে উঠেই সে হেলপারকে বলল-

বুড়ি : ভালুকা আইলে আমারে কইয়েন যে!

হেলপার : ঠিক আছে, ঠিক আছে।

বাস চলতে শুরু করল! বুড়ি দুই মিনিট পরেই হেলপারকে বলল-

বুড়ি : ভালুকা আইছে?

হেলপার : না!

বুড়ি দুই মিনিট পর পর হেলপারকে এই প্রশ্ন করতে লাগল! হেলপার ও বাসের যাত্রীরা বিরক্ত হয়ে বুড়িকে ধমক দিল! বুড়ি তখন ভয়ে চুপ।

এদিকে বাস চলতে চলতে ভালুকা ছাড়িয়ে সামনের স্টপেজের মাঝামাঝি চলে এল। তখন হেলপারের মনে পড়ল যে, বুড়ি তো ভালুকার কথা বলে রেখেছিল! বাসের সব যাত্রী তখন হেলপারকে বকাঝকা করে বাস ঘোরাতে বলল। তো বাস আবার ঘুরিয়ে ভালুকায় এল।

হেলপার : বুড়িমা, ভালুকা আসছে! আপনে নামেন!

বুড়ি : নামমু কে? ডাক্তার আমারে ডাহাত্তন (ঢাকা থেকে) একটা টেবলেট খাওয়াইয়া কইছে ভালুকায় গিয়া আরেকটা খাইতে! আমি এখন টেবলেট খাইবাম! পানি দেন!

***

বউ কাঁদছে কেন

বন্ধুর বাড়িতে বেড়াতে গেছে শাকিল। গিয়ে দেখে বন্ধুর স্ত্রী কাঁদছে।

শাকিল : কিরে, তোর বউ কাঁদছে কেন?

বন্ধু : জানি না। জিজ্ঞেস করিনি।

শাকিল : ওমা! জিজ্ঞেস করিসনি কেন?

বন্ধু : আগে যতবার জিজ্ঞেস করেছি, প্রতিবারই আমাকে ফতুর হতে হয়েছে!

****

রোগী মরুক আর বাঁচুক

দীর্ঘদিনের পরিচিত এক রোগী তার ডাক্তারকে প্রশ্ন করলেন-

রোগী : আচ্ছা ডাক্তার সাহেব, দুনিয়াতে এত সাইন থাকতে আপনারা ‘প্লাস’ (+) কেন বেছে নিলেন?

ডাক্তার : দেখুন, রোগী মরুক আর বাঁচুক ডাক্তার তো সব সময় প্লাসেই থাকে নাকি?