আজকের জোকস : ২৪ আগস্ট, ২০২১
এক মাতাল ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় নিচে পানিতে চাঁদের প্রতিবিম্ব দেখে থমকে দাঁড়ালো।
মাতাল এক পথচারীকে দেখে বললো এই যে ভাই, নিচে ওটা কি?
বিজ্ঞাপন
পথচারী : ক্যান চাঁদ।
মাতাল : কি বলেন? আমি এতো উপড়ে কি করে উঠলাম?
*****
একদিন স্যার তার এক ছাত্রকে জিজ্ঞেস করলো; B.B.C এর পূর্ণরুপ কি?
ছাত্র : স্যার বিবিসি’র পূর্ণরুপ হচ্ছে- বেলা বিস্কিট কোম্পানি।
শিক্ষক : ভারী বেয়াদব ছেলে তো ।
ছাত্র : আপনারটাও ঠিক স্যার।
***
একবার রাখির মোবাইলে অপরিচিত এক নম্বর থেকে একটা কল এল-
অপর প্রান্ত: তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে?
রাখি : হ্যাঁ, আছে, তুমি কে?
অপর প্রান্ত : আমি তোর বড় ভাই! তোর হচ্ছে প্রেম করা! আমি বাড়ি ফিরে তোর মজা দেখাচ্ছি!
রাখি তো চিন্তায় অস্থির! কিছুক্ষণ পর রাখির মোবাইলে আবার একটি অপরিচিত নম্বর থেকে ফোন এল।
অপর প্রান্ত : তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে?
রাখি : না না, কেউ নেই! আমি সিঙ্গেল!
অপর প্রান্ত : কী? আমি তোমার বয়ফ্রেন্ড রাজ, চিনতে পারছ না? সবাইকে তাহলে এই বলে বেড়াও?
রাখি : না না, রাজ, আই অ্যাম স্যরি। আমি ভেবেছি তুমি আমার বড় ভাই! রাগ করে না, প্লিজ!
অপর প্রান্ত : হ্যাঁ, তুই ঠিক ধরেছিস! আমি তোর দাদা! তোর হচ্ছে প্রেম করা! আমি বাড়ি ফিরে তোর মজা দেখাচ্ছি!