অন্ধকারে কিছু দেখি না

দুই কৃপণ বন্ধুর দেশ ভ্রমণে যাওয়ার শখ হলো। এদের একজন অন্ধ আর একজন লেংড়া। ভ্রমণের আগে তারা কিছু জিনিস নিলো। অন্ধ নিলো একটি হারিকেন আর লেংড়া নিলো একজোড়া জুতো।

ভ্রমণ যাত্রা শুরু হলো। কিন্তু বিপত্তি বাধলো সন্ধ্যায়, যখন তারা পৌঁছলো এক জঙ্গলে। চারিদিকে অন্ধকার নেমে আসলো।

লেংড়া বন্ধু : দোস্ত তোর হারিকেনটা জ্বালা।

অন্ধ বন্ধু : দোস্ত সবই তো পরিষ্কার দেখতাছি। হারিকেন জ্বালানোর কী দরকার?

বেশ কিছুক্ষণ পর-

অন্ধ বন্ধু : দোস্ত তোর জুতোগুলো একটু দে। অন্ধকারে কিছু দেখি না, পায়ে কাঁটা লাগে।

লেংড়া বন্ধু : না রে দোস্ত, নতুন জুতো তো নষ্ট হয়ে যাবে, দেখিস না আমি এই গুলো মাথায় নিয়ে হাঁটছি।

***

গ্রেফতার করতে হবে

লাল্টু জীবনের প্রথম থানায় গিয়ে নোটিশ বোর্ডে কয়েকটি ছবি দেখে জিজ্ঞেস করলো-

লাল্টু : এগুলো কাদের ছবি?

অফিসার : আসামির ছবি, এদের গ্রেফতার করতে হবে।

লাল্টু : ছবি তোলার সময় গ্রেফতার করলেন না কেন?

***
পালক ছেঁটে দেবে

এক মোরগ আর এক হাঁসকে অপরাধ করার জন্য জেলখানায় ঢোকানো হয়েছে। তাদের মন খুব খারাপ। হাঁসটি মোরগকে জিজ্ঞেস করল-

হাঁস : আচ্ছা ভাই, এরা কি আমাদের পালক ছেঁটে দেবে?

মোরগ : আমি তো ঠিক বলতে পারব না; তুমি বরং ঐ কোণায় বসে থাকা ইঁদুরটাকে জিজ্ঞেস কর।

হাঁস তখন ইঁদুরকে জিজ্ঞেস করল-

হাঁস : আচ্ছা ইঁদুর ভাই, এরা কি আমাদের পালক ছেঁটে দেবে?

ইঁদুর : আমি ইঁদুর নই, আমি সজারু!