আজকের জোকস : ২১ আগস্ট, ২০২১
এখন তো পিক আওয়ার
১ম বন্ধু : কিরে, হন্তদন্ত হয়ে কোথায় চললি?
বিজ্ঞাপন
২য় বন্ধু : টয়লেটে যাই- একটু ডাউনলোড করে আসি।
১ম বন্ধু : ওহ তাহলে আমি চলে যাই; তোর তো আবার ডায়াল আপ...
২য় বন্ধু : আরে না একটু ওয়েট কর, এখন তো পিক আওয়ার... স্পিড ভালো পাওয়া যাবে।
****
হানিমুনের ছুটি নিতে হবে
ভার্সিটির এক ছেলে এক মেয়েকে টিজ করার উদ্দেশ্যে বলছে-
ছেলে : যাইবা নাকি কাজী অফিস?
মেয়ে : চল...
ছেলে : কই যামু?
মেয়ে : প্রিন্সিপ্যালের কাছে।
ছেলে : ওমাহ! আপু আপনের সাথে কি একটু মশকরাও করা যাইবো না?
মেয়ে : আরে পাগল... হানিমুনের ছুটি নিতে হবে না!
***
স্যার বহুত হারামি ছিল
এক শিক্ষক পরীক্ষার হলে নকল করতে দিয়ে ছাত্রদের বলছে-
শিক্ষক : তোরা বাইরে গিয়ে আবার বলিস না যে আমি নকল করতে দিছি!
পাপ্পু : আরে না স্যার কি যে বলেন! বাইরে যাইয়া কমু, ‘স্যার বহুত হারামি ছিল, পরীক্ষার হলে নড়াচড়াও করতে দেয় নাই!’