রাজতন্ত্রের ইতি

স্ত্রী : বিয়ের আগে বলতে বিয়ের পর রাজরানী করে রাখবে। এখন তো দেখছি দাসীর মতো খাটিয়ে মারছ।

স্বামী : কী করব বল, পৃথিবী থেকে যে রাজতন্ত্র উঠে গেল।

****

বোতল লাগবে তো

স্ত্রী : তুমি বলেছিলে যে, অকারণে আর মদ খাবে না। কিন্তু আজ খেলে কেন?

স্বামী : দেখ, সামনেই দীপাবলী আসছে। রকেট ছাড়তে বোতল লাগবে তো না কি?

****

মজা করছিলাম

স্ত্রী : আমার শরীর ঠিক নেই।

স্বামী : কিন্তু আমি তো ভাবছিলাম আজ তোমায় নিয়ে বাইরে ডিনার করতে যাব।

স্ত্রী : আরে! আমি তো মজা করছিলাম। দাঁড়াও আমি রেডি হয়ে নিই।

স্বামী : আরে! আমিও তো মজা করছিলাম। যাও এবার খাবারটা বানিয়ে নাও। খুব খিদে পেয়েছে।

***

লাল টিপ পরে কেন

একদল বিদেশি ঘুরতে এসে সজিবকে জিজ্ঞাসা করল-

বিদেশি : মিস্টার সজিব, হোয়াই বেঙ্গলি ওম্যান কপালে লাল ডট পোরে কেনো?

সজিব : আহা! বিকজ ওরা সব রেকর্ডিং করতে চায় যে...!

****

কষ্টে চোখ বন্ধ হয়ে যায়

এক কিংবদন্তী শাস্ত্রীয় সংগীতশিল্পী একবার মহিনকে জিজ্ঞাসা করেছিলেন-

শিল্পী : আচ্ছা বলতো, উচ্চাঙ্গ সংগীত যারা গায়; তারা চোখ বন্ধ করে গায় কেন?

মহিন : আসলে ওনারা দর্শক শ্রোতাদের কষ্টটা সহ্য করতে পারেন না। তাই কষ্টে চোখ বন্ধ হয়ে যায়।