আজকের জোকস : ১৭ আগস্ট, ২০২১
আমার পছন্দ হয়েছে
একটা ছোট্ট বাবুকে প্রশ্ন করলেন এক মহিলা-
বিজ্ঞাপন
মহিলা : বাবু, বলো তো, তোমার বাড়ির পাশের পুকুরে তিনটা হাঁস ভাসছে। যদি তুমি একটাকে শটগান দিয়ে গুলি করো, ক’টা থাকবে?
বাবু : উমম, তাহলে গুলির শব্দ শুনে সব উড়ে চলে যাবে, একটাও থাকবে না।
মহিলা : উঁহু, তিনটার মধ্যে একটাকে গুলি করলে বাকি থাকবে দুটো। কিন্তু তোমার চিন্তাধারা আমার পছন্দ হয়েছে।
বাবু মুচকি হেসে বললো, ‘তাহলে মিস, আমি একটা প্রশ্ন করি। বলুন তো, আইসক্রীম পার্লার থেকে তিন মহিলা বের হয়েছে কোন আইসক্রীম কিনে। একজন
আইসক্রীম কামড়ে খাচ্ছে, একজন চেটে খাচ্ছে, আরেকজন চুষে খাচ্ছে। এদের মধ্যে কে বিবাহিত?’ মহিলা : ইয়ে, মানে বাবু, আমার মনে হয় শেষের জন।
বাবু : উঁহু, এদের মধ্যে যার হাতে বিয়ের আংটি আছে, সে-ই বিবাহিত, কিন্তু আপনার চিন্তাধারা আমার পছন্দ হয়েছে।
****
আমিও যে মারা যাবো
মাসুদ আর তার বউয়ের মধ্যে ঝগড়া হচ্ছিলো। হঠাৎ করে বউ ইমোশনাল হয়ে পড়লো।
বউ বেশ একটু ভারি গলায় মাসুদকে বললো, ‘কখনো ভেবে দেখেছ, আমি একদিন মরে যাব।’
মাসুদ জোর গলায় বললো, ‘আরে না না! তুমি মরে গেলে আমিও যে মারা যাবো!’
বউ বললো, ‘কিন্তু কেনো?’
মাসুদ উদাসভাবে বললো, ‘কারণ এতো আনন্দ আমি সহ্য করতে পারবো না!’
****
তোমাকে বোঝাতে পারবো
অনিন্দ্য প্রেরণার সঙ্গে বছর পাঁচেক ধরে প্রেম করতে-করতে দুম করে পরিবারের পছন্দ করা মেয়েকে বিয়ে করে ফেললো। বিয়ের ক’দিন বাদে বউকে নিয়ে
অনিন্দ্য বাজার করতে বেরিয়েছে। হঠাৎ করে রাস্তায় দূর থেকে প্রেরণাকে দেখতে পেলো। প্রেরণাকে দূর থেকে দেখতে পেয়েই অনিন্দ্যর চোখমুখ একেবারে ফ্যাকাসে হয়ে গেলো।
ওর বউ বললো, ‘তুমি ও রকম করছো কেনো মেয়েটাকে দেখে?
অনিন্দ্য ঘাবড়ে গিয়ে বললো, ‘ও কে তোমাকে বোঝাতে পারবো, কিন্তু তুমি কে ওকে বোঝাতে পারবো না।’