আজকের জোকস : ১৬ আগস্ট, ২০২১
হাসপাতালের বিল মেটাতে
প্রথম বন্ধু : পা ভেঙে হাসপাতালে ভর্তি হওয়ার পর ডাক্তার বলেছিল, এক সপ্তাহের মধ্যেই আমি হাঁটতে পারব।
বিজ্ঞাপন
দ্বিতীয় বন্ধু : সত্যি সত্যি পেরেছিলি?
প্রথম বন্ধু : না পেরে কী উপায় ছিল! হাসপাতালের বিল মেটাতে গাড়িটা বিক্রি করে দিতে হলো যে।
****
গাড়ি কাদার মধ্যে
ইংরেজি ক্লাস শুরু হয়ে গেছে। ইংরেজি শিক্ষক বল্টুকে দেখে বলল-
শিক্ষক : হিমু, ইউ আর লেট! হোয়াই?
হিমু : স্যার, আমাদের গাড়ি কাদার মধ্যে আটকে পড়েছিল।
শিক্ষক : নো-নো, টেল মি ইন ইংলিশ।
হিমু : স্যার, Our গাড়ি was পড়িং in কাদা। No নড়িং-চড়িং, only ভুম-ভুম sound করিং!
****
ট্রেন দুর্ঘটনা দেখার শখ
রেলওয়েতে চাকরির ইন্টারভিউ হচ্ছে। একটি চটপটে ছেলেকে সবার পছন্দ হল। চেয়ারম্যান একটু যাচাই করে নিতে চাইলেন-
চেয়ারম্যান : ধর, একটা দ্রুতগামী ট্রেন আসছে। হঠাৎ দেখলে লাইন ভাঙা। ট্রেনটা থামানো দরকার। কী করবে তুমি?
প্রার্থী : লাল নিশান ওড়াব।
চেয়ারম্যান : যদি রাত হয়?
প্রার্থী : লাল আলো দেখাব।
চেয়ারম্যান : লাল আলো যদি না থাকে?
প্রার্থী : তা হলে আমার বোনকে ডাকব।
চেয়ারম্যান : বোনকে! তোমার বোন এসে কী করবে?
প্রার্থী : কিছু করবে না। ওর অনেক দিনের শখ একটা ট্রেন দুর্ঘটনা দেখার!