দরজা তো আমার কাছে

শামসু তার নিজের ঘরের দরজা খুলে মাথায় করে বাজারে নিয়ে যাচ্ছে! এই দেখে এক লোক জিজ্ঞেস করলো-

লোক : ভাই দরজা কি বিক্রি করবেন নাকি?

শামসু : না ভাই, দরজার তালা চেঞ্জ করবো চাবি হারাইয়া গেছে!

লোক : কিন্তু ঘরে যদি চোর ঢোকে?

শামসু : কীভাবে ঢুকবে? দরজা তো আমার কাছে!

***
স্বর্ণের খাটে ঘুমায়

মেয়ের বাবা : বেয়াই সাহেব, আপনি তো বলেছিলেন আপনার ছেলে স্বর্ণের খাটে ঘুমায়, কিন্তু এটা তো দেখছি কাঠের?

ছেলের বাবা : ঠিকই দেখছেন। আমার বড় মেয়ের নাম স্বর্ণ। আর এটা তার খাট। মেয়েটার বিয়ে হয়ে যাওয়ায় এই খাটে আমার ছেলেই ঘুমায়।

****
কাবিননামার মেয়াদ উত্তীর্ণ

স্ত্রী : এতক্ষণ ধরে ওই কাগজটিতে কী দেখছো তুমি?

স্বামী : কই, কিছু না তো!

স্ত্রী : আরে, এ যে দেখি মিথ্যে কথা বলছো। তুমি আমাদের কাবিননামা এতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছটা কী, শুনি?

স্বামী : না, তেমন কিছু নয়। অনেকক্ষণ ধরে খুঁজেও কাবিননামার মেয়াদ উত্তীর্ণের তারিখটা বের করতে পারলাম না।

****

হবু পুত্রবধূকে আইসক্রিম

এক পিচ্চি মেয়ে দোকানদারকে বলছে-

মেয়ে : আচ্ছা আঙ্কেল আমি যখন বড় হবো তখন আপনি কি আপনার ছেলের সাথে আমার বিয়ে দিবেন?

দোকানদার : (হেসে) হ্যাঁ মামনি, অবশ্যই দেবো।

মেয়ে : ঠিক আছে, তাহলে আপনার হবু পুত্রবধূকে দুইটা আইসক্রিম দিন।