রাস্তায় এক যুবতী হেটে যাচ্ছে। এক যুবক তার দিকে তাকিয়ে আছে। যুবতীটি যুবককে তাকিয়ে থাকতে দেখে বলল-

যুবতী : কি দেখছেন এইভাবে?

যুবক : আপনাকে।

যুবতী : শয়তান ছেলে। এইভাবে তাকিয়ে আছেন কেন? জীবনে কি কখনো মেয়ে দেখেন নাই? আপনার ঘরে কি মা বোন নাই?

যুবক : জ্বী, মা বোন তো আছে কিন্তু নানী নাই। আপনি দেখতে একদম আমার নানীর মত।

*****

বল্টুর ফাঁসির রায় হল ।

পুলিশ : বল্টু মরার আগে তোমার শেষ ইচ্ছা কি?

বল্টু : আমার শেষ ইচ্ছা পূরন করবেন?

পুলিশ : হ্যাঁ করবো ।

বল্টু : তাহলে ফাঁসির সময় আমার মাথা নিচে দিবেন আর পা উপরে দিবেন ।

***
মন্টু : বাবা আজ তোমাকে একটা কথা বলতে চাই?

বাবা :  বল।

মন্টু : আমি না মেয়েদের নাম দিয়ে ফেসবুকে পাঁচটা ফেক আইডি খুলছি।

বাবা : হারামজাদা! তোর আর কোন কাজ নাই? এইসব আকাম করছ? তা এই কথা তুই আমাকে কেন বলছিস?

মন্টু : বাবা তুমি যে গত এক মাস যাবত স্বর্ণা চৌধুরী নামের মেয়েটাকে পটানোর চেষ্টা করতাছো ঐটা আমিই।