অভিভাবক ও শিক্ষক!

অভিভাবক : মাস্টারসাহেব, আপনার কী মনে হয়, আমার ছেলে বড় হয়ে কী হবে?

শিক্ষক : মনে হয় মহাকাশচারী হবে।

অভিভাবক : কেন? এত কিছু থাকতে ও মহাকাশচারী হতে যাবে কেন?

শিক্ষক : বারবার বুঝিয়ে দেয়ার পরও যখন পড়া জিজ্ঞেস করি, তখন মনে হয় ও যেন আকাশ থেকে পড়ল।

****
আপনি কি জর্দা খান

অনিক ও তার বন্ধু গেছে পানের দোকানে-

অনিক : একটা পান দেন।

দোকানদার : কী দিয়ে খাবেন?

অনিক : কেন, দাঁত দিয়ে।

দোকানদার : বলছি কীভাবে খাবেন?

অনিক : চিবিয়ে খাবো?

দোকানদার : আরে ভাই, সাথে কী খান?

অনিক : সাথে আমার বন্ধু হাবলু খাঁন।

দোকানদার : আরে মিয়া ভাই, আপনি কি জর্দা খান?

অনিক : জ্বি না। আমি অনিক খাঁন।

***
কী সুন্দর মোবাইল

পাপ্পুর হাতে আইফোন দেখে তার বান্ধবী বলল, ‘কী সুন্দর মোবাইল! কত দিয়ে কিনলে?’

পাপ্পু : দৌড় প্রতিযোগিতায় জিতেছি।

বান্ধবী : ওয়াও! কতজন দৌড়েছিলো?

পাপ্পু : তিনজন পুলিশ, এক মোবাইল ফোন ব্যবসায়ী আর আমি।

****
কত দূর দেখতে চাস

ছেলে : বাবা, আমি দূরের জিনিস ভালো দেখতে পাই না। ডাক্তার দেখিয়ে একটা চশমা নেয়া দরকার।

বাবা : ওপরে তাকা। কী দেখা যায়, বল?

ছেলে : সূর্য।

বাবা : ব্যাটা, আর কত দূর দেখতে চাস?