গোলাপজাম খাওয়ার উপায়

এক ছেলে জামগাছের পাশে একটি গোলাপ গাছের চারা লাগাচ্ছে। তা দেখে এক পথিক জিজ্ঞাসা করলেন-

পথিক: কী খোকা, জামগাছের পাশে গোলাপ ফুলের চারা লাগাচ্ছ, কী ব্যাপার?

খোকা: গোলাপজাম খাব তো, তাই জামগাছের পাশে গোলাপের চারা লাগাচ্ছি!

****

সূর্য নিয়ে দুই পাগলের ঝগড়া

আকাশের সূর্য নিয়ে দুই পাগলের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। এক পাগল বলল, ‘ওটা আগুনের গোলা!’ আরেক পাগল বলল, ‘না, ওটা চাঁদ!’ তাদের ঝগড়া শেষ পর্যন্ত মারামারিতে গিয়ে ঠেকল।

এমন সময় সেখানে এক পথচারী এসে হাজির। দুই পাগলই পথচারীকে জিজ্ঞেস করল, ‘আচ্ছা বল তো, ওটা কি আগুনের গোলা, না আকাশের চাঁদ?’ পথচারী মাথা চুলকে বলল, ‘আমি এ পাড়ায় থাকি না, তাই ঠিক বলতে পারছি না!’

*****

আসামি আঙুলের ছাপ রেখে যায়

বাবুল গোয়েন্দা বিভাগে ইন্টারভিউ দিতে এসেছেন-

প্রশ্নকর্তা: বলুন তো, কেন আসামি সব সময় ফিঙ্গারপ্রিন্ট রেখে যায়?

বাবুল: ওরা বেশিরভাগ সময় অশিক্ষিত হয়, তাই আঙুলের ছাপ রেখে যায়! শিক্ষিত হলে অবশ্যই সাইন করে যেত!

****

দিন দিন স্ত্রীর বয়স কমে যাচ্ছে

খাবার টেবিলে বসে স্বামী হঠাৎ স্ত্রীকে বলছে-

স্বামী: দিনে দিনে তো মনে হয় তোমার বয়স কমে যাচ্ছে।

স্ত্রী: কী করে বুঝলে?

স্বামী: শুনেছি বয়স বাড়লে না-কি অভিজ্ঞতাও বাড়ে। কিন্তু তোমার রান্না খেয়ে তো মনে হয় না তোমার অভিজ্ঞতা বাড়ছে।