সিদ্ধান্তকে সম্মান করি

স্ত্রী : আমি তোমার সঙ্গে কথা বলব না।

স্বামী : ঠিক আছে।

স্ত্রী : তুমি কারণটা জানতে চাইলে না তো?

স্বামী : না, আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি।

****

অটোর চাকা খুলছ কেন

কিসলু একদিন নিজের অটোরিকশায় করে প্রেমিকা মলিকে নিয়ে শপিং মলে ঘুরতে গেছে। পার্কিংয়ে গাড়ি দাঁড় করিয়ে কিসলু অটোর একটা চাকা খুলতে শুরু করল-

মলি : অটোর চাকা খুলছ কেন?

কিসলু : দেখতে পাচ্ছ না এখানে লেখা আছে ২ চাকার জন্য পার্কিং?

দু’টি করে দেখি

রোগি : স্যার, আমার সমস্যা হলো, আমি সবকিছুই দু’টি করে দেখি।

চিকিৎসক : হুম, রোগটা বেশ জটিল মনে হচ্ছে।

রোগি : একটা কিছু করেন স্যার। আমি খুব সমস্যায় আছি।

চিকিৎসক : ঠিক আছে, সামনের খালি চেয়ারটিতে আগে বসুন তো।

রোগি : চেয়ার তো দু’টি খালি। তা কোনটাতে বসব স্যার?

****

চশমা চোখে দিয়ে

মোহন : এই চশমা দিয়ে কি আমি এখন পড়তে পারব?

চিকিৎসক : অবশ্যই পারবে।

মোহন : বাহ, ভালো তো। তাহলে এখন থেকে আর স্কুলে যাওয়ার দরকার নেই।

চিকিৎসক : কেন?

মোহন : চশমা চোখে দিয়ে বাসাতেই পড়ে নেব।