আজকের জোকস : ২ আগস্ট, ২০২১
চুলাটা নিশ্চয়ই ভালো
একজন বিখ্যাত বাবুর্চির বাসায় দাওয়াতে এসেছেন তাঁর বেশ কিছু বন্ধু-বান্ধব। যাদের মধ্যে একজন আলোকচিত্রীও আছেন। অতিথি আপ্যায়নের ফাঁকে বাবুর্চির দেখা হয়ে গেল তার আলোকচিত্রী বন্ধুর সঙ্গে-
বিজ্ঞাপন
বাবুর্চি : আরে, বন্ধু! কতদিন পর দেখা হলো তোমার সঙ্গে! তোমার তোলা ছবি আমি দেখেছি। সব ক’টি ছবিই চমৎকার। তোমার ক্যামেরাটা নিশ্চয়ই খুব ভালো আর দামি?
উত্তরে কিছুই বললেন না আলোকচিত্রী। তবে বিদায়ের সময় আলোকচিত্রী বলছেন-
আলোকচিত্রী : বাহ! দারুণ খাওয়া-দাওয়া হলো বন্ধু! রান্না বেশ ভালো ছিল! তোমার চুলাটা নিশ্চয়ই খুবই ভালো আর দামি!
****
নারীর ইচ্ছা পূরণ
একদিন এক বিবাহিত নারী হাঁটতে হাঁটতে ফাঁদে আটকানো এক ব্যাঙকে দেখে উদ্ধার করল। ব্যাঙ খুশী হয়ে নারীকে তিনটা ইচ্ছা প্রকাশ করতে বলল, যা সে পূরণ করবে। কিন্তু শর্ত হলো নারীর পূরণকৃত ইচ্ছার চেয়ে ৫ গুণ স্বামীকে প্রদান করা হবে।
নারী তার ১ম ইচ্ছার কথা বলল-
নারী : আমি বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা হতে চাই।
ব্যাঙ : চিন্তা করে দেখ, তোমার স্বামী কিন্তু তোমার ৫ গুণ সুন্দর হবে।
নারী : সে আমার স্বামী, আমি তাকে সুন্দর দেখতে চাই।
ব্যাঙ নারীর স্বামীর প্রতি প্রেম দেখে খুশী হয়ে ১ম ইচ্ছা পূরণ করলো।
নারী তার ২য় ইচ্ছার কথা বলল-
নারী : আমি বিশ্বের সবচেয়ে ধনী মহিলা হতে চাই।
ব্যাঙ : চিন্তা করে দেখ, তোমার স্বামী কিন্তু তোমার ৫ গুণ ধনী হবে।
নারী : সে আমার স্বামী, তার সম্পদ আমার, আমার সম্পদ তার।
ব্যাঙ খুশী হয়ে তার ২য় ইচ্ছা পূরণ করলো।
নারী তার ৩য় ইচ্ছার কথা বলল-
নারী : আমি চাই আমার মাঝারী ধরনের হার্ট অ্যাটাক হোক।
ব্যাঙ : চিন্তা করে দেখ, তোমার স্বামী কিন্তু মারা যাবে।
নারী : তা নিয়ে চিন্তা নাই, আরেকটা পাবো।