কুকুরটা ধার দিবেন

এক মহিলা মারা গেছেন। মহিলার লাশ নিয়ে যাচ্ছেন তার স্বামী। স্বামীর পিছনে একটি কুকুর। এর পিছনে কয়েক হাজার লোক। একলোক এসে স্বামীকে জিজ্ঞাসা করলো-

ভদ্রলোক : কি হইছে ভাই? এত লোকজন কেন?

স্বামী : আমার বউ মারা গেছে।

ভদ্রলোক : সরি, তো কিভাবে মারা গেল?

স্বামী : ওইযে কুকুরটা দেখতে পাচ্ছেন, এর কামড়ে।

ভদ্রলোক : ভাই আমারে একটু ধার দিবেন আপনার কুকুরটা।

স্বামী : ঠিক আছে। তাইলে লাইনের পিছনে গিয়া সিরিয়াল দেন।

***

চল্লিশ ভাই-বোন

১ম বন্ধু : আমরা মোট চল্লিশ ভাই-বোন।

২য় বন্ধু : তোর বাসায় আদমশুমারীর লোক আসে নাই?

১ম বন্ধু : আসছিলো, সবাই পড়ছিলাম, কোচিং ভেবে চলে গেছে।

****

লাইট খাবার খেতে হবে

রাতে খাবার না খেয়ে মঞ্জু টিউবলাইটের নিচে মুখ হাঁ করে দাঁড়িয়ে আছে। মঞ্জুর দাঁড়িয়ে থাকা দেখে স্ত্রী বলল-

স্ত্রী : কী ব্যাপার! তুমি লাইটের নিচে মুখ হাঁ করে দাঁড়িয়ে আছ কেন?

মঞ্জু : আর বলো না। ডাক্তার রাতের বেলা লাইট (হালকা) খাবার খেতে বলেছেন। কিন্তু প্রায় এক ঘণ্টা হয়ে যাচ্ছে দাঁড়িয়ে আছি, পেট তো ভরছে না!