এরিস্টটলকে এক লোক একবার অনেক বিশ্রী ভাষায় গালিগালাজ করলো।

কিন্তু তিনি টু শব্দটিও করলেন না।

পরবর্তীতে অপর এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো যে আপনাকে সে এভাবে গালি দিলো আর আপনি তাকে কিছুই বললেন না কেন?তার জবাবে এরিস্টটল

কি বলেছিলো- তোমাকে আমি দুটো পয়সা দিলে তুমি যদি তা না নাও তবে তা কার নিকট থাকে?

*****

স্যার : এই বল্টু, বলতো পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী কোনটি?

বল্টু : পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী হচ্ছে গরু।

স্যার : এইটা ক্যামনে সম্ভব। ব্যাখ্যা দে।

বল্টু : ব্যাখ্যাতো আরো সহজ! বাংলা দ্বিতীয় পত্রে প্রবাদ আছে- অতি চালাকের গলায় দড়ি। বেশির ভাগ গরুর গলায় দড়ি থাকে। সুতরাং গরুই সবচেয়ে চালাক প্রাণী (প্রমাণিত)।

***

আপনি কি জর্দা খান

অনিক ও তার বন্ধু গেছে পানের দোকানে-

অনিক : একটা পান দেন।

দোকানদার : কী দিয়ে খাবেন?

অনিক : কেন, দাঁত দিয়ে।

দোকানদার : বলছি কীভাবে খাবেন?

অনিক : চিবিয়ে খাবো?

দোকানদার : আরে ভাই, সাথে কী খান?

অনিক : সাথে আমার বন্ধু হাবলু খাঁন।

দোকানদার : আরে মিয়া ভাই, আপনি কি জর্দা খান?

অনিক : জ্বি না। আমি অনিক খাঁন।