জানালার পর্দার কাপড় কিনতে শান্তা একটা কাপড়ের দোকানে ঢুকেছে। অনেক ঘেঁটেঘুঁটে শেষে একটা ঝলমলে গোলাপি রঙের কাপড় পছন্দ হয়েছে তার। কাপড় কাটার সময়-

দোকানি : কয় গজ কাপড় লাগবে আপনার?

শান্তা : কয় গজ মানে! পাক্কা পনেরো ইঞ্চি কাপড় কেটে দাও।

দোকানি : পনেরো ইঞ্চি মানে! পাগলে পেয়েছে আপনাকে? এই কাপড় দিয়ে কোনো জানালার পর্দা হবে!

শান্তা : আরে মিয়া, এই পর্দা তো আমার কম্পিউটারের জন্য।

দোকানি : কম্পিউটারের জন্য! কম্পিউটারে কেউ পর্দা দেয় নাকি?

শান্তা : ‘কেউ দেয় না, আমি দিই। কারণ আমার কম্পিউটারে ‘উইন্ডোজ’ আছে!

***
একদল ডাকাত ব্যাংক ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ব্যাংকের সামনে দেখে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। ডাকাত একজনকে বলল, এই তুই আমাদের

ডাকাতি করতে দেখেছিস ?

পল্টু : হ্যাঁ, আমি ডাকাতি করতে দেখেছি।

ডাকাতরা পল্টুকে গুলি করে মেরে ফেলল।

তারপর বল্টুকে বলল এই তুই কিছু দেখেছিস?

বল্টু : না ভাই, আমি কিছু দেখি নাই। তবে আমার বউ দেখেছে।

*****

ছেলে বাবার কাছে চিঠি লিখেছে।

শ্রদ্বেয় বাপ, পড়ার বড় চাপ। ফুরিয়ে গেছে টাকা, কেমনে থাকি ঢাকা? টাকার দরকার তাই, কিছু টাকা চাই।

ইতি কানাই।

বাবা চিঠি পেয়ে উত্তর দিলেন। শোনা জাদু কানাই, সত্য কথা জানাই। পকেট এখন ফাঁকা, কেমনে পাঠাই টাকা? টাকার খুব অভাব,
ইতি তোর বাপ।