যদি কলাগাছ খেতে দেন

টিটু সাহেবের বাড়িতে বেড়াতে এসেছেন মিথুন সাহেব।

টিটু সাহেব : আসুন আসুন! এ যে দেখছি গরিবের বাড়িতে হাতির আগমন।

মিথুন সাহেব : তাহলে পালাই। প্রথমেই হাতি বানালেন। তারপর যদি কলাগাছ খেতে দেন, তবেই সেরেছে।

****

লেজটা কোন দিকে থাকবে

শিক্ষক : একটা ঘোড়া যদি উত্তরমুখো হয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে তার লেজটা কোন দিকে থাকবে?

ছাত্র : দক্ষিণ দিকে।

শিক্ষক : উঁহু, হলো না, মাটির দিকে।

***
এই মেয়ে কানেও শোনে না

বাবা-মাকে না জানিয়ে ছেলে বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরেছে। বউ দেখেই বাবার চক্ষু চড়কগাছ। মেয়ে দেখতে মোটেই সুন্দরী নয়।

বাবা ছেলেকে পাশের ঘরে ডেকে ফিসফিস করে-

বাবা : তুই এটা কী করলি, রাস্তা থেকে একটা মেয়ে ধরে এনে বিয়ে করলি? এ মেয়ের না আছে রূপ, না আছে গুণ! একটা ভালো দেখে মেয়ে বিয়ে করতি

আমার আফসোস থাকত না।

ছেলে : এত আস্তে বলার কোনো দরকার নেই। বাবা জোরে বল। এই মেয়ে কানেও শোনে না।