আজকের জোকস : ৭ জুলাই, ২০২১
দামি পোশাক পরা সম্ভ্রান্ত চেহারার এক ভদ্রলোক স্টেশনের কাছে রেললাইনের ধারে দাঁড়ানো দুজন গ্রাম্যলোককে দেখে জিজ্ঞেস করলেন-
ভদ্রলোক : এখন কোন ট্রেন আসবে?
বিজ্ঞাপন
গ্রাম্যলোক : স্যার, এখন একটা মালগাড়ি আইব।
ভদ্রলোক : এরপর কোন গাড়ি আসবে?
গ্রাম্যলোক : এরপর আইব একটা লোকাল ট্রেন।
ভদ্রলোক : কেন, কোনো স্পেশ্যাল ট্রেন আসবে না?
গ্রাম্যলোক : ইসপিশিয়াল তো স্যার চইলা গেছে কখন। ক্যান, আপনে কই যাইবেন?
ভদ্রলোক : যাব না, আত্মহত্যা করতে এসেছিলাম। তা আর হলো না। বুঝলেন, আমার মতো লোক তো আর যে-সে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করতে পারে না।
****
পুনম তো চিন্তায় অস্থির
পুনমের মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে ফোন এলো-
অপর প্রান্ত : তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে?
পুনম : না না, কেউ নেই! আমি সিঙ্গেল!
অপর প্রান্ত : কী? নেই না? আমি তোমার বয়ফ্রেন্ড রাজ, চিনতে পারছ? সবাইকে তাহলে এই বলে বেড়াও?
পুনম : না না, রাজ, আই অ্যাম স্যরি। আমি ভেবেছি- আমার বড় ভাই! রাগ করে না!
অপর প্রান্ত : হ্যাঁ, তুই ঠিক ধরেছিস! আমি তোর দাদা!
****
দুই বন্ধু গল্প করছে-
প্রথম বন্ধু : বল তো, হেলিকপ্টারের মাথার ওপর একটা বিশাল পাখা থাকে কেন?
দ্বিতীয় বন্ধু : কেন?
প্রথম বন্ধু : হেলিকপ্টার চালানোর সময় পাইলটের যেন গরম না লাগে, সে জন্য।
দ্বিতীয় বন্ধু : যাহ।
প্রথম বন্ধু : হুমম! বিশ্বাস না হলে তুই হেলিকপ্টার চালানোর সময় পাখাটা বন্ধ করে দিয়ে দেখিস, বেচারা কেমন ঘামতে থাকে!