আজকের জোকস : ৫ জুলাই, ২০২১
এক ভদ্রলোক বিয়ের জন্য পাত্রী দেখছেন। কোনো মেয়েই তার পছন্দ হয় না। এই করেই দিন কেটে যাচ্ছে কিন্তু তার মনের মতো সুন্দরী পাওয়া যাচ্ছে না।বহুদিন পর এক মেয়েকে দেখতে গেলেন। মেয়ের মা পাত্রকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। বলতে লাগলেন, ‘কতোদিন পর দেখা, ভালো আছো তুমি?’
এই দেখে সবাই মেয়ের মায়ের কাছে জানতে চাইলেন ঘটনা কী? তখন মেয়ের মা বলেন, ‘একুশ বছর আগে উনি আমাকেও দেখতে এসেছিলেন। আজ আমার মেয়েকেও। বেচারা এখনো মনের মতো বউ পেলো না।’
বিজ্ঞাপন
****
বাচ্চাদের স্কুলে ইংরেজিটা নতুন পড়ানো শুরু হয়েছে। বিকাশের ছেলে আকাশ ক্লাসের দরজায় দাঁড়িয়ে-
আকাশ - জুন আই কাম ইন স্যার?
স্যার - এই নতুন ইংরেজি কোত্থেকে আমদানি করলে?
আকাশ - কেনো স্যার, আপনিই তো বলতে বলেছিলেন!
স্যার - আমি? আমি তো মে আই কাম ইন স্যার বলতে বলেছিলাম।
আকাশ - স্যার, মে মাস তো শেষ। আজ থেকে জুন মাস শুরু।
****
একটি দোকানে কাজ করে সুব্রত। দোকানের মালিক সুব্রতকে বলল, ‘আমি বাড়ি থেকে আসছি, কোন খদ্দের ফেরাবি না। যা চাইবে তা দোকানে না থাকলে অন্য কোম্পানির কিছু একটা দিয়ে বলবি আজকের মত চালিয়ে নিন, কাল এনে দেবো।
খদ্দের : ভাই টয়লেট পেপার আছে?
সুব্রত : না ভাই, শিরিষ কাগজ আছে, আজকের মত চালিয়ে নিন, কাল এনে দেবো।