আজকের জোকস : ২৮ জুন, ২০২১
দুর্নীতিতে জর্জরিত আফ্রিকান একটি দেশের প্রেসিডেন্ট গেছেন লেটেস্ট মোবাইল ফোনের প্রদর্শনী উদ্বোধন করতে। আয়োজকরা তাকে খুশি করতে সবচেয়ে দামি একটি সেলফোন উপহার দিতে চাইলেন।
সবাই বুঝলও কোম্পানিটি রাষ্ট্রপতিকে কৌশলে ঘুষ দিতে চাচ্ছে। রাষ্ট্রপতি মহাশয়ের চেহারায়ও খুবই বিব্রত ভাব ফুটে উঠলো। তিনি জিভে কামড় দিয়ে বললেন
বিজ্ঞাপন
-এটা তো ঠিক না! আমি বিনামূল্যে কিছু নিতে পারি না। আমি এমন করলে দেশে দুর্নীতি আরও প্রশ্রয় পেয়ে যাবে যে...
- স্যার, সেক্ষেত্রে আপনি শুভেচ্ছা মূল্য হিসেবে ৫টি ডলার দিন...
- এটা একটা ভাল আইডিয়া। সেক্ষেত্রে আমি বলবো আমাকে দুটো মোবাইল সেট-ই দিন। আমার সঙ্গে আবার ৫ ডলারের নোট নেই কি না...
হাসতে হাসতে প্রেসিডেন্ট ওয়ালেট থেকে একটি দশ ডলারের নোট বের করে এগিয়ে দিলেন মোবাইল ওয়ালার দিকে।
*******
যেভাবে প্রেমিকের সঙ্গে প্রেমিকার বিচ্ছেদ হয়
সারাহ ও তিন্নীর মধ্যে কথা হচ্ছে...
তিন্নী: তুই তোর বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক শেষ করে ফেললি কেন?
সারাহ: কারণ সে একজন শেয়ার ব্যবসায়ী এবং একদিন আমরা কত সুখী হব এসব কল্পনা করা ছাড়া সে আর কিছুই করতে পারে না।
****
স্ত্রী: হ্যালো। আমার কথা শুনতে পাচ্ছ। শোনো, আমি কিন্তু ড্রাইভারকে চাকরি থেকে তাড়িয়ে দেব।
স্বামী: কেন কি হয়েছে ?
স্ত্রী: এই নিয়ে তিনবার হলও, আমি তার জন্য মরতে মরতে বেঁচে গেছি।
স্বামী: ওকে আরও একবার সুযোগ দাও না প্লিজ!