আজকের জোকস : ২৭ জুন, ২০২১
স্ত্রী : এতক্ষণ ধরে ওই কাগজটিতে কী দেখছ তুমি?
স্বামী : কই, কিছু না তো!
বিজ্ঞাপন
স্ত্রী : আরে, এ যে দেখি ডাহা মিথ্যে কথা বলছ। তুমি প্রায় চার ঘণ্টা ধরে আমাদের কাবিননামা এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছটা কী, শুনি?
স্বামী : না, তেমন কিছু নয়। অনেকক্ষণ ধরে খুঁজেও কেন জানি কাবিননামার মেয়াদ উত্তীর্ণের তারিখটা বের করতে পারলাম না।
*****
ছেলে : আচ্ছা, কালকে যিনি আমার ফোন রিসিভ করলেন, উনি কি তোমার স্বামী?
মেয়ে : ছি ! আপনি এটা বলতে পারলেন ! আপনার মুখে বাঁধলো না?
ছেলে : সরি, ভুল হয়ে গিয়েছে। কিছু মনে করো না প্লিজ !
মেয়ে : ইটস ওকে।
ছেলে : আচ্ছা উনি তাহলে কে ছিলেন ?
মেয়ে : আমার ছেলে, ক্লাস টেনে পড়ে।
****
স্ত্রী : (ফোন করে) এই তুমি কি করছো?
স্বামী : অফিসে আছি জানু কাজের খুব চাপ। তুমি কি করছো?
স্ত্রী : কেএফসিতে আছি তোমার পিছনের টেবিলে। আর তোমার ছেলে বলছে, আব্বুর পাশে ঐ কাজের বুয়াটা কে ?