ইন্ডিয়ান সিরিয়াল দেখে এক মহিলার ধারণা হলো যে, তার স্বামী নিশ্চয়ই পরকীয়া করেন। তাই ১ম দিন স্বামী বাড়ি ফিরলে তার শার্টে একটা লম্বা চুল খুঁজে পেয়ে বললেন-

স্ত্রী : তুমি কোনও মেয়ের সাথে প্রেম করছ?

স্বামী : কি উল্টাপাল্টা বলছ এইসব?

স্ত্রী : কেন, এই লম্বা চুলটাই তো তার প্রমাণ।

স্বামী : শোনো- এটা তো তোমারও চুল হতে পারে তাই না?

মহিলা আপাতত সেদিন অফ গেলেন। ২য় দিন স্বামী বাড়ি ফেরার সময় জামা ভালোভাবে ঝেড়ে ঘরে ঢুকলেন তবুও তার স্ত্রী একটা চুল খুঁজে পেলেন। চুলের সাইজ দেখে স্ত্রী কেঁদে বললেন-

স্ত্রী : তুমি বব-কাট মেয়েদের সাথে প্রেম করছ?

স্বামী : আরে! এটা তো আমার চুলও হতে পারে নাকি?

মহিলা সেদিনও অফ গেলেন। ৩য় দিন স্বামী খুব সর্তক। তাই স্ত্রী অনেক খুঁজেও কোনও চুল পেল না। কিন্তু শুরু করল
কান্নাকাটি।

স্বামী : আজকে আবার কি হলো? কাঁদছ কেন?

স্ত্রী : ছি ছি, তুমি শেষ পর্যন্ত টাক মাথার মেয়ের সঙ্গে প্রেম শুরু করছ?

***

প্রেমিকা:  তুমি এক নম্বর বেকুব।

প্রেমিক: কিন্তু আমি দেখতে সুদর্শন।

প্রেমিকা: কে বলেছে তোমাকে এ কথা?

প্রেমিক: কেন? তুমি বলেছ!

প্রেমিকা: আমি বলেছি আর তুমি আমার কথা বিশ্বাস করেছ?

প্রেমিক: হুঁ, করেছি।

প্রেমিকা: উফ! তুমি আসলেই এক নম্বর বেকুব।

প্রেমিক: কিন্তু আমি দেখতে সুদর্শন!

***

একদিন সেন্টু বলছে সোনিয়াকে–

সেন্টু: জান, তোমার পা ব্যথা করে না?

সোনিয়া: কেন?

সেন্টু: কারণ তুমি সারাদিন আমার মনের ভেতর ছোটাছুটি করো!