বাসা ছেড়ে দেয়ার সময় বাড়িওয়ালা বলছেন ভাড়াটেকে, ‘যাওয়ার আগে আমার বাসা ঠিক আগের মতো করে দিয়ে যাবেন।’

ভাড়াটে : অবশ্যই। কিন্তু ২০০ তেলাপোকা, ৫০টি ইঁদুর আর হাজার খানেক উঁইপোকা আমি এখন কোথায় পাবো, বলুন তো?

***

এক ভদ্রলোককে তার এক বন্ধু জিজ্ঞেস করলেন, দাম্পত্য জীবনে তুমি কি সুখী? ভদ্রলোক বললেন, ‘আমরা সপ্তাহে দুই দিন নিয়ম করেই রেস্তোরাঁয় যাই।

সেখানে রাতের খাবারের পর গান শুনে হাঁটতে হাঁটতে বাসায় ফিরি। বল এটা কি সুখী দম্পতির বৈশিষ্ট্য নয়’

বন্ধুটি কৌতুহল নিয়ে বললেন, ‘তা তোমরা কবে কবে রেস্তোরাঁয় যাও?’

আমি রেস্তোরাঁয় যাই বুধবার আর আমার স্ত্রী যায় শুক্রবার`-ভদ্রলোকের জবাব।

***

শিমুল গেছে পাত্রী দেখতে।

পাত্রীর বাবা : বাবা, তুমি মদ খাও নাকি?

শিমুল : না না আঙ্কেল, আপাতত চা হলেই চলবে!