আজকের জোকস : ২০ সেপ্টেম্বর, ২০২২
আমি কিছুই জানি না
শিক্ষক : জানো, তোমাদের বয়সে আমার একটা বিশ্বাস ছিল।
ছাত্র : কী বিশ্বাস ছিল স্যার?
শিক্ষাক : বিশ্বাস ছিল, আমি সব জানি।
ছাত্র : তাহলে এখন কী হলো?
শিক্ষক : এখন এই ষাট বছর বয়সে এসে বুঝতে পারছি আমি কিছুই জানি না।
ছাত্র : এ কথা বুঝতে আপনার এত বছর লাগল স্যার! আমরা তো আপনাকে দেখামাত্রই বুঝে নিয়েছি।
****
বিজ্ঞাপন
উপর তলায় আলো জ্বলছে
এক মাতাল রাস্তার পাশে দাঁড়িয়ে তার ঘরের চাবি ল্যাম্পপোস্টে ঢুকানোর চেষ্টা করছে। এই দেখে টহলপুলিশ এগিয়ে এসে তাকে বলল-
পুলিশ : ভেতরে ডুকে কি করবেন? বাসায় তো কেউ নেই মনে হচ্ছে।
মাতাল : আছে আছে। ওই দেখ, উপর তলায় আলো জ্বলছে।
***
শুনে বাঘ ছুটে পালালো
একটি শিয়াল একটি খরগোস শিকার করে এক ঝোপের আড়ালে বসে খাচ্ছে। সে যখন খাচ্ছিল তখন এক বাঘ তার দিকে এগিয়ে আসছে। সে ভাবলো যে, বাঘ তার শিকার কেড়ে নিতে পারে। এই ভেবে শিয়াল একটা বুদ্ধি বের করল। সে বাঘকে শুনিয়ে বলছে-
শিয়াল : উমমম, আজ একটা বাঘ শিকার করলাম, আহ! মাংসটা যা খেতে। এ রকম যদি আর একটা পেতাম।
এই শুনে বাঘ ছুটে পালালো। এই পুরো ব্যাপারটা একটা বানর গাছের ওপর থেকে দেখে ভাবলো, এই তো সুযোগ বাঘের কাছে ভালো হওয়ার। তাই বাঘের কাছে গিয়ে সব খুলে বললো।
বাঘ সব শুনে রেগেমেগে শিয়ালের দিকে আসছে। এই দেখে শিয়াল আর একটা বুদ্ধি বের করলো। সে আড়াল থেকে বলছে-
শিয়াল : ওহ! কখন ওই পিচ্চি বানরটাকে বললাম একটা বাঘকে ভুলিয়ে-ভালিয়ে আমার কাছে আনতে। আমি অপেক্ষা করছি খাওয়ার জন্য। এখনো এলো না।
বাঘ তো এই শুনে আবারো দৌড়!