আজকের জোকস : ১৯ সেপ্টেম্বর, ২০২২
লাইফ ইনস্যুরেন্সের চেক
ইনস্যুরেন্স কোম্পানির এজেন্ট কথা বলছেন এক ভদ্রলোকের সঙ্গে-
এজেন্ট: স্যার, আমরা খুব প্রম্পট পেমেন্ট করি। আমাদের অফিস আঠার তলা বিন্ডিংয়ের চারতলায়। একবার বারতলা থেকে এক লোক পড়ে যাচ্ছিলেন। তিনি যখন চারতলায় আমাদের অফিসের জানালার সামনে এলেন, আমরা জানালা দিয়ে হাত বাড়িয়ে তার লাইফ ইনস্যুরেন্সের চেক মিটিয়ে দিয়েছিলাম।
****
জাল টাকার নোট
এক লোকের বাড়ি সার্চ করে পুলিশ জাল নোট ছাপার মেশিন পেয়ে গেল। তাকে গ্রেফতার করতে গেলে সে পুলিশকে বলল—
ভদ্রলোক: আমাকে গ্রেফতার করতে চান কেন? আমার কাছে তো একটাও জাল টাকার নোট পাননি।
পুলিশ: কিন্তু জাল নোট ছাপার যন্ত্রপাতি তো পেয়েছি।
ভদ্রলোক:তাহলে একটি মেয়েকে রেপ করার দায়েও আমাকে গ্রেফতার করুন।
পুলিশ: আপনি কি কোন মেয়েকে রেপ করেছেন?
ভদ্রলোক: না, কিন্তু রেপ করার যন্ত্র তো আমার কাছে আছে!
বিজ্ঞাপন
***
স্বামী-স্ত্রীর ঝগড়া
স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া চলছে। এমনকি ঝগড়া গড়িয়েছে হাতাহাতি পর্যন্ত! এক পর্যায়ে খাটের নিচে আশ্রয় নিল স্বামী বেচারা। স্ত্রী খাটের নিচে উঁকি দিয়ে বললো—
স্ত্রী: বেরিয়ে এসো। বেরিয়ে এসো বলছি!
স্বামী: আমি কি তোমাকে ভয় পাই ভেবেছ? তোমাকে সাবধান করে দিচ্ছি, আমি কিন্তু যা বলি তাই করি।
স্ত্রী: কী বলতে চাও তুমি? কী করবে শুনি?
স্বামী: খাটের নিচ থেকে বের হব না বলেছি, কিছুতেই বের হব না!
****
জুতার দোকানে খাওন
এক ভিক্ষুক জুতার দোকানে এসে বললো
ভিক্ষুক: কিছু খাওন দিবেন?
দোকানদার: গাধা নাকি? জুতার দোকানে কি খাওন পাওয়া যায়?
ভিক্ষুক: না মানে পাশের দোকানে খাওন চাইয়া জুতার বাড়ি খাইছি তাই জুতার দোকানে খাওন চাইলাম।