এসব কী বলছ
মেয়ের বাবা : কত টাকা হলে তুমি আমার মেয়েকে ভুলে যাবা?
শামসু : আপনি খুশি হয়ে যা দেন।
মেয়ে : অ্যাই তুমি এসব কী বলছ?
শামসু : জ্বি খালাম্মা?

***

তুই গাধা না কি নির্বোধ
শিক্ষক : যারা একেবারে গাধা বা নির্বোধ; তারা ছাড়া সবাই বসে পড়।
সব ছাত্র বসলেও একজন দাঁড়িয়ে আছে।
শিক্ষক : কি রে, তুই গাধা না কি নির্বোধ?
ছাত্র : না স্যার, আপনি একা দাঁড়িয়ে আছেন এটা ভালো দেখাচ্ছে না, তাই…

***

জুকারবার্গ এসে হাজির
ভিলেন : ওই হারামি, তুই আমার প্রোফাইলে লাইক দিবি কি না বল? তা না হলে সবার সামনে তোর মা আর প্রেমিকাকে ব্লক মারমু।

নায়কের মা : না আ আ আ, বাবা তুই ওই জানোয়ারের প্রোফাইলে ভুলেও লাইক দিবি না, আজ থেকে ১৭ বছর আগে তোর বাবাকে ব্লক মেরেছিল, আমাকে হ্যাক করলেও তুই তার প্রোফাইলে লাইক দিবি না।

নায়িকা : জান তুমি ওই শয়তানের প্রোফাইলে লাইক দেবে না, ওই জানোয়ারের ছোটভাই আমাকে হ্যাক করতে চেয়েছিল, সময়মতো জুকারবার্গ না এলে আমাকে হ্যাক করে ফেলতো।
নায়ক : ওই, তুই যদি রিয়েল আইডি হোস, তাহলে আমার হাতের শিকল খুলে দে। 

এমন সময় নায়কের ছোটভাই লাফ দিয়ে এসে গুলি করে নায়কের হাতের শিকল খুলে দিল। নায়ক সবাইকে ব্লক মারবে এমন সময় জুকারবার্গ এসে হাজির-
জুকারবার্গ : ব্লক নিজের হাতে তুলে নেবেন না। আমরা অনেকদিন ধরে ওকে ডিজেবল করার জন্য খুঁজছি।