আজকের জোকস : ১১ সেপ্টেম্বর, ২০২২
ভুত-ভবিষ্যৎ
এক বন্ধু তার অন্য বন্ধুকে বলছে—
১ম বন্ধু: কী রে, প্রকাশকের সঙ্গে এতক্ষণ কী ফিসফাস করলি?
২য় বন্ধু: এই তো, আমার নতুন বইটার ভুত-ভবিষ্যৎ নিয়ে একটু আলাপ-আলোচনা করলাম।
১ম বন্ধু: তা তিনি কী বললেন?
২য় বন্ধু: বললেন, আমার বইয়ের ভুত আছে তিনি নিশ্চিত, তবে ভবিষ্যৎ নিয়ে তিনি সন্দিহান।
***
দোকানে সবকিছু পাওয়া যায়
ক্রেতা: তোমার দোকানে কি সবকিছু পাওয়া যায়?
বিক্রেতা: জি স্যার, সব পাবেন!
ক্রেতা: বিস্কুট আছে?
বিক্রেতা: ওহহো, স্যরি স্যার, বিস্কুট একটু আগেই শেষ হয়ে গেছে।
ক্রেতা: চাল আছে?
বিক্রেতা: চাল স্যার এখনো এসে পৌঁছায়নি। আমি স্যার খুবই দুঃখিত।
ক্রেতা: সাবান আছে?
বিক্রেতা: স্যার, সাবান আজকে বিকেলে এলেই পাবেন, এখন নেই।
ক্রেতা: তালা আছে?
বিক্রেতা: জ্বি স্যার! এটা আছে!
ক্রেতা: গুড। দোকানে তালা লাগাও, আর বাড়ি গিয়ে ঘুমাও।
বিজ্ঞাপন
***
দুই মিনিট নিরবতা পালন
স্ত্রী তার স্বামীকে বলছেন—
স্ত্রী: এই আজতো আমাদের ১ম বিবাহ বার্ষিকী। আমরা আজ কি করব?
স্বামী: আসো আমরা দুই মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করি।