এমব্রয়ডারি না সেলাই করুন
এক রিকশাচালকের হাত কেটে গেছে। পরোপকারী মন্টুর বাপ তাকে এলাকার ক্লিনিকে নিয়ে গেল। ডাক্তার বললেন—
ডাক্তার: বড় ধরনের কাটা, সেলাই লাগবে কিন্তু? অনেক ওষুধও লাগবে?
রিকশাচালক: স্যার, কতো টাকা লাগতে পারে?
ডাক্তার: দুই হাজারের কম না।
মন্টুর বাপ: ডাক্তার সাব, আপনারে এমব্রয়ডারি করতে কে বলছে, শুধু সেলাই দিলেই তো হয়!

****

বাবার অংক দৌড়
বাবা আর ছেলের মধ্যে কথা হচ্ছে—
ছেলে: বাবা চার যোগ তিনে কত হয়?
বাবা: পাজি ছেলে, পড়াশোনা না করলে এমনই হয়। গাধা কোথাকার!
ছেলে: বলো না কত হয়?
বাবা: বেয়াদব ছেলে, এটাই পারিস না। ক্যালকুলেটরটা নিয়ে আয়, যা!

***

দ্ধির প্রমাণ
ডাক্তার: অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে যে আপনার ব্রেইন ক্যান্সার হয়েছে।
মদনা: হ্যাঁ।
ডাক্তার: আমি যা বলেছি আপনি বুঝেছেন তো। আপনার ব্রেইন ক্যান্সার হয়েছে।
মদনা: সে জন্যেইতো খুশিতে লাফাচ্ছি। এতদিনে প্রমাণ হলো যে আমার ব্রেইন আছে।