পুরুষ কীসের প্রতীক
বস: নারী যদি শক্তির প্রতীক হয় তবে পুরুষ কীসের প্রতীক?
নান্টুর বাপ: সহ্যশক্তি, স্যার!

***
স্ত্রীকে ফেরত দিতে
মিনিট দশেক তাড়া করে গতিবিধি লঙ্ঘন করা এক ড্রাইভারকে থামাল ট্রাফিক পুলিশ। বলল, আমি থামতে বলা সত্ত্বেও কেন আপনি থামেননি?
এক মুহূর্ত ভেবে নিয়ে ড্রাইভার বললো—
ড্রাইভার: আসলে হয়েছে কি, গত সপ্তাহে আমার স্ত্রী এক ট্রাফিক পুলিশের সঙ্গে পালিয়ে গেছে। তো আপনাকে আমার পেছনে ছুটতে দেখে মনে হলো, আমার স্ত্রীকে ফেরত দিতেই আপনি আমার পিছু নিয়েছেন।

***
ধার দেওয়ার উপকারিতা
প্রেমিক: আমাকে ১০০ টাকা ধার দেবে?
প্রেমিকা: দিতে পারি। কবে ফেরত দেবে?
প্রেমিক: তিন দিন পর।
প্রেমিকা: যদি না দাও তা হলে কিন্তু তোমার সঙ্গে আর কোনোদিন কথা বলব না।
প্রেমিক: তাহলে ৫০০ টাকা দাও।