আজকের জোকস : ৯ সেপ্টেম্বর, ২০২২
প্রেমিকের সংখ্যা
একদিন পার্কে ঘুরতে গেল লিনা। গিয়ে পার্কের নোটিশ বোর্ডে একটি লেখা দেখতে পেল, ‘গাছের গায়ে প্রেমিকের নাম খোদাই করার বদলে নিজের প্রেমিকের নামে একটি গাছ লাগাও।’
বিজ্ঞাপন
কথাটি মনার মনের গভীরে গিয়ে তীরের মতো আঘাত করলো। লিনা অনেক ভেবে-চিন্তে প্রেমিকের সংখ্যা গুনে, শেষে চার বিঘা জমি কিনে তাতে আখের চাষ করে ফেললো!
**
পরোটার জনপ্রিয়তা বেশি
হোটেলের টেবিলে প্রতিদিন সকাল বেলা আলুরদম আর পরোটার মধ্যে আলোচনা হয়। আজও তাদের মধ্যে কথা হচ্ছে-
পরোটা: জানিস, তোর থেকে আমার পরিচিতি বেশি?
আলুরদম: ঠিকই বলেছিস দোস্ত। যাদের মানুষ ছিঁড়ে ছিঁড়ে খায়, তাদেরই পরিচিতি বেশি হয়!
***
‘ওয়াইফ’ শব্দটি যেভাবে এলো
শিক্ষক: ইংরেজি ‘ওয়াইফ’ শব্দটি কীভাবে এলো?
ছাত্র: এটি আসলে অন্য দুটি শব্দের সংকোচন, স্যার!
শিক্ষক: মানে? বুঝিয়ে বল!
ছাত্র: স্যার, ইংরেজরা খুব কায়দাবাজ জাত। তারা দুটি শব্দ থেকে এই শব্দটিকে বানিয়েছে।
শিক্ষক: কীভাবে সেটা বল।
ছাত্র: স্যার, ‘ওয়াইল্ড লাইফ’ শব্দ দুটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াইফ।
শিক্ষক: পিটিয়ে তোকে লাল করে ফেলব বেয়াদব! তবে তা করছি না কারণ, মনে হচ্ছে তোর কথা সত্যও হতে পারে।