আজকের জোকস : ১ সেপ্টেম্বর, ২০২২
মুখ উজ্জ্বল করবি
ছেলে : বাবা, বাবা, আমি পরীক্ষায় থার্ড হয়েছি!
বাবা : আয় বাপ, আমার বুকে আয়। আমি জানতাম, তুই একদিন আমার মুখ উজ্জ্বল করবি। তা বাপ, ক্লাসে ছাত্র কতজন?
ছেলে : তিনজন!
****
বিজ্ঞাপন
নানা হলো কবে
ছেলেকে ঘুম পারানোর জন্য মা গান গাইছেন-
মা : আয় আয় চাঁদ মামা।
ছেলে : মা, চাঁদ নানা দেখতে কেমন?
মা : চাঁদ আবার তোর নানা হলো কবে?
ছেলে : সে কি মা! তোমার মামা হলে আমার নানা হবে না?
***
খাবার বদল করে নিলাম
এক রেস্টুরেন্টে বসে প্রতিদিন অনেকেই বাড়ি থেকে আনা খাবার খায়। রেস্টুরেন্টের মালিক তাই নোটিশ ঝুলিয়ে দিলেন- ‘নিজের বাড়ি থেকে আনা খাবার এখানে খাওয়া যাবে না’।
দুই উকিল ঢুকলেন রেস্টুরেন্টে। তাদের বাড়ি থেকে আনা খাবার দেখেই ম্যানেজার নোটিশটি পড়তে বললেন। দুই উকিল একে অপরের দিকে তাকিয়ে পরস্পরের খাবার বদল করে নিলেন।
প্রথম উকিল : আমরা আইনকে শ্রদ্ধা করি। আইন মেনেই আমরা খাবার বদল করে নিলাম।
ম্যানেজার : মানে?
দ্বিতীয় উকিল : নিজের বাড়ি থেকে আনা খাবার তো আমরা খাচ্ছি না। আমি খাচ্ছি ওর বাড়ির খাবার, আর ও খাচ্ছে আমার বাড়ির খাবার।
****
অন্য ছেলের সঙ্গে
এক মেয়ের সাথে আরেক মেয়ের কথা হচ্ছে-
১ম মেয়ে : আজকালকের ছেলেদের কোন বিশ্বাস নাই। আমি তো আজকে থেকে ওর মুখও দেখতে চাই না।
২য় মেয়ে : কী হইছে? তুমি কি ওকে অন্য কোন মেয়ের সঙ্গে দেখে ফেলেছ?
১ম মেয়ে : আরে না, ও আমারে আরেক ছেলের সঙ্গে দেখে ফেলেছে। কালকে ও আমারে বলছিল, ও নাকি শহরের বাইরে যাবে। মিথ্যুক, বদ, ধোঁকাবাজ।