আজকের জোকস : ২৭ আগস্ট, ২০২২
আখ চাষ
একদিন মিনা পার্কে ঘুরতে গেল। হঠাৎ পার্কের নোটিশ বোর্ডের একটি লেখায় তার চোখ আটকে গেল। সেখানে লেখা, ‘গাছের গায়ে প্রেমিকের নাম খোদাই করার বদলে নিজের প্রেমিকের নামে একটি গাছ লাগাও।’
কথাটি মিনার মনের গভীরে গিয়ে তীরের মতো আঘাত করলো। মিনা অনেক ভেবে তার প্রেমিকের সংখ্যা গুনে, শেষে চার বিঘা জমি কিনে তাতে আখের চাষ করে ফেললো!
বিজ্ঞাপন
****
পৃথিবীর শক্তিশালী দুটি নেটওয়ার্ক
বস: পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুটি নেটওয়ার্ক কী?
কর্মী: স্যার, শক্তিশালী নেটওয়ার্ক দুটি হলো-ফিমেল ও ই-মেইল।
বস: ব্যাখ্যা করো।
কর্মী: স্যার, দুটিই নিমেষে এদিকের সমস্ত খবর ওদিকে ছড়িয়ে দিতে পারে।
****
সঠিক উপায়ে শিশু লালন-পালন
মিসেস লিলির চোখ কপালে উঠে গেল, যখন দেখলেন তার দশ বছরের শিশু মন্টু ‘সঠিক উপায়ে শিশু লালন-পালন’ নামের একটি বই মনোযোগ দিয়ে পড়ছে। ছেলেকে ডেকে তিনি বললেন—
লিলি: মন্টু, কী করছিস ওখানে?
মন্টু: বই পড়ছি মা।
লিলি: এই বই তুই পড়ছিস কেন?
মন্টু: মা, আমি দেখতে চাচ্ছি আমার পালন-পোষণ তোমরা ঠিকঠাক মতো করছো কি না।