আজকের জোকস : ২৫ আগস্ট, ২০২২
কৌতুক- এক : বোমা রেখে গেলে কী করবে?
শিক্ষক : ধর, আমাদের স্কুলের মাঠে কেউ ব্যাগে ভরে মারাত্মক একটি বোমা রেখে গেল। তুমি কী করবে?
ছাত্র : স্যার, প্রথমে কিছুক্ষণ অপেক্ষা করে দেখবো যে, কেউ তা তুলে নিয়ে যাচ্ছে কিনা।
শিক্ষক : কেউ নিয়ে না গেলে?
ছাত্র : এক দৌড়ে তা মাঠ থেকে তুলে আপনার চেয়ারের তলায় নিয়ে রেখে আসবো!
***
বিজ্ঞাপন
তামাক দূরে রাখার চেষ্টা করছি
সেদিন নান্টু গেল সেন্টুর সঙ্গে দেখা করতে। গিয়ে দেখল বন্ধু তিন মিটার লম্বা এক পাইপে হুক্কা টানছে।
নান্টু : তামাক খাওয়াটা খারাপ কাজ। ছাড়তে পারলি না। কিন্তু তাই বলে এত লম্বা পাইপ লাগিয়ে হুক্কা টানার দরকার কী?
সেন্টু : দোস্ত, ডাক্তারও বলছে তামাক থেকে দূরে থাকতে, তোরাও কস। তাই তামাক দূরে রাখার চেষ্টা করছি আর কী।
***
পুরুষের পোশাকই ছিল
মার্কেটে চুরি করার সময় এক চোর ধরা পড়েছে। বল্টু ওই মার্কেটের সভাপতি-
বল্টু: চুরি করার সময় একবারও তোমার স্ত্রী আর মেয়ের কথা মনে হয়নি?
চোর: হয়েছে তো। কিন্তু ওই দোকানে শুধু পুরুষের পোশাকই ছিল।