চোরের ওভারটাইম
একদিন এক চোরকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ—
পুলিশ: তুই সাত দিনে দশ বাসায় চুরি করেছিস!
চোর: জ্বি স্যার।
পুলিশ: এটা কী করে সম্ভব!
চোর: কী করব স্যার, বড় সংসার। ওভারটাইম না করলে চলে না।

****

লাকি নাম্বার
পাঁচ হচ্ছে শাহেদের লাকি নাম্বার। তার জীবনে পাঁচের একটি বিশেষ প্রভাব আছে। সে জন্য রেসে পাঁচ নম্বর ঘোড়াটির ওপর বাজি ধরেছিলেন। রেস শেষে তার বন্ধু জানতে চাইলেন—
বন্ধু: নিশ্চয়ই তোমার ঘোড়াটা দৌড়ে জিতেছে?
শাহেদ: না, সেটা পঞ্চম স্থানে এসেছে।

***

চিনির নাম লবণ
একজন মুদির দোকানে গেছেন চিনি কিনতে। দোকানদার প্যাকেট করতে যাচ্ছিলেন এমন সময়—
ক্রেতা: সে-কি! আমি তো আপনাকে চিনি দিতে বলেছি। আপনি আমাকে লবণ দিচ্ছেন কেন?
বিক্রেতা: কই! আমি তো আপনাকে চিনিই দিচ্ছি।
ক্রেতা: তাহলে বস্তার গায়ে ‘লবণ’ লেখা রয়েছে কেন?
বিক্রেতা: যাতে পিঁপড়ারা বুঝতে না পারে!